বিয়ে বাড়িতে নাচতে কত পারিশ্রমিক নেন বলিউড তারকারা

Bollywood

বিনোদন ডেস্ক : বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো বলিউডের অভিনয়শিল্পীরাও সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করে থাকেন। বলিউড বাদশা শাহরুখ খানও অর্থের প্রয়োজনে নিয়মিত বিয়ে বাড়িতে নাচতেন। অনেক দিন ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে দেখা যায়নি তাকে। গত সেপ্টেম্বরে এর কারণ ব্যাখ্যা করে শাহরুখ খান বলেন, “আগে আমি মেয়ের জামাইয়ের বয়সে ছিলাম, এখন শ্বশুর হওয়ার বয়সে আছি।”

Bollywood

কয়েক দিন আগে সেই শাহরুখ খানই বিয়ে বাড়িতে নেচে আলোচনার জন্ম দিয়েছেন। শাহরুখ ছাড়াও এ মঞ্চে নাচতে দেখা যায়— নোরা ফাতেহি, কার্তিক আরিয়ান, সারা আলী খানের মতো বলিউড তারকাদের। কিন্তু বিয়ে বাড়ি বা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে এসব তারকারা কত টাকা নিয়ে থাকেন?

শাহরুখ খান কয়েক দিন আগে দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানে ‘ঝুম জো পাঠান’ ‘প্রীতি উইমেন’-এর মতো জনপ্রিয় গানের সঙ্গে নেচে মঞ্চ মাত করেন তিনি। কালো রঙের গলাবন্ধ পোশাক ও সানগ্লাসে আইকনিক স্টেপে মন জয় করেন অতিথিদের। এ অনুষ্ঠানে পারফর্ম করতে ৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৩০ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন শাহরুখ খান।

নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। কেবল আইটেম গানে পারফর্ম করেই জনপ্রিয় হওয়া যায়, তার সবচেয়ে ভালো উদাহরণ তিনি। মরোক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়েন। এ তালিকায় রয়েছে— ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’ প্রভৃতি। বিয়ে বাড়িতে পারফর্ম করে থাকেন এই অভিনেত্রীও। বিয়ে বাড়িতে তাকে নাচাতে হলে ব্যয় করতে হয় ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮২ লাখ টাকার বেশি)।
কার্তিক আরিয়ান জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন। তাকে ‘রাইজিং সুপারস্টার’ বলা হয়। কার্তিকও বিয়ে বাড়ির পাশাপাশি ব্যক্তিগত নানা অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন। এজন্য তাকে দিতে হয় দেড় কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১১ লাখ টাকার বেশি)।

সারা আলী খান

সাইফ আলী খান-অমৃতা খান দম্পতির কন্যা সারা আলী খান। বাবা-মায়ের পথ অনুসরণ বেশ আগে বলিউডে পা রেখেছেন। বেশ কিছু ব্যবসাসফল সিনেমাও উপহার দিয়েছেন। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত অনুষ্ঠানেও পারফর্ম করে থাকেন তিনি। দিল্লির যে বিয়ের অনুষ্ঠানে শাহরুখ পারফর্ম করেন, সেখানেও নেচেছেন সারা। এজন্য ব্যয় করতে হয়েছে ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪১ লাখ টাকার বেশি)।
তথ্যসূত্র: সিয়াসাত ডটকম