আল হিলালে কত বেতন নেইমারের? জানলে অবাক হবেন

আল হিলালে নেইমার

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের পর পথ অনুসরণ করে নেইমারও ইউরোপ ছাড়তে যাচ্ছেন। সব ঠিক থাকলে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেবেন তিনি।

আল হিলালে নেইমার

এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে বিশাল অঙ্কে দুই বছরের জন্য দলে টানতে যাচ্ছে আল হিলাল। সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা। বুধবার নিজেদের খেলোয়াড় হিসেবে তাকে পরিচয় করিয়ে দিতে পারে সৌদি প্রো লিগের দলটি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দুই বছরে নেইমারকে ৩২ কোটি ইউরো দেবে আল হিলাল। অর্থাৎ এক বছরে তার বেতন হবে ১৬ কোটি ইউরো।

গত রবিবারই নেইমার ও আল হিলাল চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছে। এরপর ট্রান্সফার ফির ব্যাপারে পিএসজির সঙ্গে সফল আলোচনা হয় সৌদি ক্লাবটির।

বিবিসি-ইএসপিএনের খবর অনুযায়ী, সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের জন্য কমপক্ষে ৯ কোটি ইউরো নিচ্ছে পিএসজি।

২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার।

মেসি ‘ইফেক্টে’ প্রথমবার ‘চ্যাম্পিয়ন্স লিগে’ মায়ামি ক্লাব

গত শনিবার আরব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের কাছে হেরেছে আল হিলাল। নেইমারের অন্তর্ভূক্তি দলটির জন্য বিশাল পাওয়া হবে নিশ্চিতভাবেই।