স্পোর্টস ডেস্ক : ইতিহাস তৈরি করে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরফলে বছরে ১৭০০ কোটি টাকা আয় করবেন তিনি। আয়ের পাশাপাশি রিয়াধে গিয়ে বিলাসবহুল ঘরে থাকছেন তিনি।
সৌদি আরবের ক্লাবে যোগ দিয়ে সেখানকার কিংগডম টাওয়ারে থাকছেন তিনি। সৌদি আরবের অন্যতম লম্বা বিল্ডিং এটি। সেখানকার কিংগডম সুটে রয়েছেন তিনি। এখান থেকেই বোঝা যাচ্ছে রোনালদো যেখানে পরিবার নিয়ে থাকছেন সেটার দাম কতটা। আয়ের দিক থেকে রেকর্ড গড়ার পর এবার হোটেলে থাকার দিক থেকে রেকর্ড গড়ছেন তিনি। মাদ্রিদ ও ম্য়ানচেস্টারে রোনালদোর বাড়ি থাকলেও রিয়াধে এখনও বাড়ি নেই তাঁর। সদ্য আল নাসেরে যোগ দিয়েছেন তিনি। ফলে দ্রুত বাড়ি কেনা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই তিনি ক্লাবে দেওয়া জায়গাতেই থাকছেন। আর এখানেই রয়েছেন বিলাসবহুলভাবে।
বছরের ১৭০০ কোটি টাকার বেতনের বিনিময়ে আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। তিনি যেই বিলাসবহুল স্যুটে থাকছেন তাঁর মাসিক ভাড়া আড়াই কোটি টাকা। তবে এটা তাঁর পাকাপাকি বাসস্থান নয়।
হোটেলের ওয়েবসাইটে এই স্যুটের দাম দেওয়া নেই। কারণ এটা সকলের জন্য নয়। রোনালদো যেখানে রয়েছেন সেটার মাসিক ভাড়া জানা গিয়েছে হোটেল সূত্রে।
হোটেলে রোনালদো থাকলেও সেখানকার কর্মীদের কড়া নিয়ম মানতে হচ্ছে। সেখানকার কর্মীদের জানানো হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেলফি না তুলতে।
থাকার পাশাপাশি খাওয়ার দিক থেকেও রাজকীয় আয়োজন রয়েছে রোনালদোর জন্য। তাঁর জন্য হোটেল কর্তৃপক্ষ চিন, জাপান, ভারত ও মধ্যপ্রাচ্যের সেরা খাবারের আয়োজন করেছে। হোটেলের পক্ষ থেকে তাঁকে ঘরেই খাবারের ব্যবস্থা করা হয়েছে।
রোনালদোর ঘরটা দুই তলা জুড়ে। ৪৮ ও ৫০ তলায় রোনালদোর থাকছেন। যেখানে রয়েছে থাকার ঘর, অফিস, ডাইনিং রুম ও মিডিয়া রুম। জানা গিয়েছে একমাসের জন্য তাঁরা এখানে থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।