বলিউড অভিনেত্রী দীপিকার বার্ষিক আয় কত?

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাডুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক করেছিলেন তিনি। এর আগে বেশ কয়েকটি দক্ষিণী সিনেমায় কাজ করেছিলেন দীপিকা।

কর্মজীবনে একাধিক বিপত্তির সম্মুখীন হলেও বর্তমানে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি।

সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা পারিশ্রমিক পেয়েছিলেন ১৩ কোটি টাকা। যেখানে দীপিকার সহ-অভিনেতা পেয়েছিলেন ১০ কোটি টাকা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় সিনেমায় অভিনেত্রী হিসেবে দীপিকাই প্রথম, যিনি কোনো পুরুষ সহ-অভিনেতার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন।

ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট কোম্পানি স্টকগ্রোর এক টুইট অনুসারে, দীপিকা বছরে প্রায় ৪০ কোটি টাকার বেশি আয় করেন। ২০১৮ সাল থেকে এ অভিনেত্রী তার পারিশ্রমিকও বাড়িয়েছেন। ছবিপ্রতি ১৫ কোটি টাকা করে নিচ্ছেন। এ ছাড়া ব্র্যান্ড অনুমোদনের জন্য ৭-১০ কোটি টাকা নেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে (ইনস্টাগ্রাম ও টুইটার) প্রত্যেক পোস্টের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা পান এ অভিনেত্রী।

এ ছাড়া অভিনয়ের পাশাপাশি বেশ কিছু ব্যবসায়িক বিনিয়োগও করেছেন দীপিকা। যার মধ্যে রয়েছে তার স্কিনকেয়ার ব্র্যান্ড। এ অভিনেত্রীর নিজের প্রোডাকশন হাউসও আছে।

দীপিকা পাডুকোনের ব্যবসা এবং সম্পত্তি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৯৭ কোটি টাকা। মুম্বাইয়ে ১১৯ কোটি টাকা এবং ৬ কোটি টাকার দুটি বাড়ি রয়েছে তার।

দীপিকাকে শিগগিরই দেখা যাবে নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ সিনেমায়। এই ছবির হাত ধরে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখবেন অভিনেত্রী। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস।

স্বচ্ছ পোশাকে স্পষ্ট দেখা গেল শরীর, রাশমিকার নতুন ভিডিও তুমুল ভাইরাল