অন্যরকম খবর ডেস্ক : খুবই সাধারণ একটি গাণিতিক প্রশ্ন করে নেট দুনিয়ায় আলোচনা সৃষ্টি করেছেন এক নারী। এ প্রশ্ন সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। এরপরই এটি ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে, তিনি তার স্বামীকে জিজ্ঞেস করছেন, ‘৪+৪ এর অর্ধেক কত?’
এর জবাবে সঙ্গে সঙ্গে পুরুষ সঙ্গীটি বলেন ‘৪’। তবে নারীটি বলেন উত্তর হবে ‘৬’। সাধারণভাবে ভাবলে উত্তর ৪ হবে। কিন্তু কেন তিন ৬ বলছেন সেটি নিয়েই আলোচনা শুরু হয়েছে।
গণিত বিশেষজ্ঞরা বলেছেন, প্রশ্নটি খুবই সূক্ষ্ম কৌশল নিয়ে করা হয়েছে। তারা বলেছেন প্রশ্নটি কে কীভাবে নেবে সেটির ওপর নির্ভর করে উত্তর হবে। এবং এই প্রশ্নের দুটি উত্তরই সঠিক হবে।
একজন লিখেছেন, “প্রশ্নটি করা হয়েছে শ্রোতাকে বিভ্রান্ত করতে। তবে প্রশ্নটি করা উচিত ছিল ৪ এর অর্ধেক (২)+৪ কত হবে এভাবে। এতে করে স্পষ্টভাবে এটির উত্তর হবে ৬।
অনেকেই নামের পূর্বে ‘হিরো’ লাগিয়ে জাতীয় হিরোতে পরিণত হয়: সোহানা সাবা
এখানে মূলত ‘অর্ধেক’ শব্দটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই নারী তার স্বামীকে জিজ্ঞেস করেছেন ৪ আর ৪ এর অর্ধেক (২) এর যোগফল কত হবে। কিন্তু সূক্ষ্ম কৌশল ব্যবহার করায় তার স্বামী প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।