বিনোদন ডেস্ক : কালার্স টেলিভিশন চ্যানেলে ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর পর সনি টিভিতে এই শোতে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা। দেখতে দেখতে প্রায় ১০ বছর পার করে ফেলেছে এই শো। চলতি বছরে টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় অভিষেক হয়েছে তাদের। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’।
ওটিটিতে চলে যেতেই একাংশের টিভি-দর্শক ক্ষোভ প্রকাশও করেন। তবে তাতে কিছু বদল ঘটেনি। বিগত বছরে চ্যানেল পরিবর্তন হয়েছে। সেখান থেকে এখন ওটিটিতে। তবে শোয়ের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। টিআরপি তালিকায় উপরের দিকেই এই শোয়ের অবস্থান, তা প্রমাণ করেছে। কপিলের সঙ্গে এই শোয়ে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন, সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, কিকু সারদা। এছাড়া বিচারকের আসনে রয়েছেন অর্চনা পূরণ সিং।
কপিল শর্মা এবং সুনীল গ্রোভার বলিপাড়া এবং হিন্দি ধারাবাহিকে কৌতুকাভিনেতা হিসাবে এই দু’জন পরস্পরকে টেক্কা দেন। একই ক্ষেত্রে কাজ করার কারণে একে অপরের প্রতিযোগী হলেও কপিল এবং সুনীলের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট। যদিও মাঝে একটা সময় চিড় ধরে তাদের সম্পর্কে। তবে প্রায় চার বছর বাদে ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসেন তারা।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে প্রত্যাবর্তন হয়েছে সুনীলের। প্রতি পর্বের জন্য সুনীল নিচ্ছেন প্রায় ২৫ লক্ষ রুপি। এক এক পর্বে ভিন্ন সব চরিত্রে হাজির হন সুনীল। অন্য দিকে, কিকু সারদা বহু বছর ধরে কপিলের শোয়ের সঙ্গে যুক্ত। প্রতি পর্বের জন্য তিনি পান ৭ লক্ষ রুপি। ক্রুষ্ণা অভিষেক নেন ১০ লক্ষ। ক্রুষ্ণার সমপরিমাণ পারিশ্রমিক পান অর্চনা পূরণ সিং। রাজীব ঠাকুর নেন ৬ লক্ষ রুপি।
যদিও এদের সকলের থেকে অনেকটাই বেশি পারিশ্রমিক পান কপিল শর্মা। প্রতি পর্বে তিনি পান ৫ কোটির একটু বেশি। বলা বাহুল্য, টেলিভিশনের সফল সব সঞ্চালক— সালমান খান থেকে রোহিত শেঠিদের রীতিমতো টেক্কা দিচ্ছেন কপিল।
৩০ মার্চ থেকে নতুন এই শোয়ের সম্প্রচার শুরু হয়েছে। এখনও পর্যন্ত পাঁচটি এপিসোড প্রকাশ্যে এসেছে। এই সিজনে ঠিক কতগুলো পর্ব আসবে, তা এখনই খোলাসা করেননি নির্মাতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।