‘সালার’ সিনেমায় কার পারিশ্রমিক কত?

অভিনেতা প্রভাস

বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি লাভ করেন তিনি। তারপর থেকে প্রভাস মানেই বিশেষ কিছু। প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘সালার’। শুক্রবার (২২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে প্রশান্ত নীল নির্মিত এই সিনেমা।

অভিনেতা প্রভাস

তেলেগু ভাষার ‘সালার’ সিনেমা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭০ কোটি রুপি। কিন্তু সিনেমাটির কলাকুশলীরা কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়ে চলছে জোর চর্চা। দ্য ফ্রি প্রেস জার্নাল বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘সালার’ সিনেমায় দেবা চরিত্র রূপায়ন করেছেন প্রভাস। সিনেমাটির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৯৮ লাখ টাকার বেশি)। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান; তার পারিশ্রমিক ৮ কোটি রুপি।

মা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা!

‘সালার’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে পৃথ্বিরাজ সুকুমারকে। এজন্য তাকে দিতে হয়েছে ৪ কোটি রুপি। আর সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল নির্দেশনা-গল্প লেখার জন্য নিয়েছেন ৫০ কোটি রুপি।