ডাঙ্কি সিনেমায় কার পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছে ডাঙ্কি-র টিজার। আসছে বড়দিন উপলক্ষ্যে ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন কিং খান। এ সিনেমায় শাহরুখের নায়িকা হিসেবে দেখা যাবে তাপসী পান্নুকে। এই সিনেমাও পাঠান-জওয়ানের মতো ব্যবসা করবে বলে আশা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা। জানা যায় ডাঙ্কির জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিকই নিয়েছেন কলাকুশলীরা।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ‘ডাঙ্কি’তে হার্ডি চরিত্রের জন্য শাহরুখ খান পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৮ কোটি রুপি। পাঠান আর জওয়ানের ক্ষেত্রেও তিনি একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছিলেন বলেই জানা যায়।

এদিকে শাহরুখের নায়িকা তাপসী পান্নু অভিনয় করেছেন মানু চরিত্রে। তিনি পারিশ্রমিক নিয়েছেন ১১ কোটি রুপি।

অন্যদিকে ডাঙ্কি-তে হার্ডির বন্ধু সুখী চরিত্রে অভিনয়ের জন্য ভিকি কৌশল ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

বোমান ইরানি একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। এর জন্য তিনি নিয়েছেন ১৫ কোটি রুপি। রাজকুমার হিরানির লাকি চ্যাম্প বললেও ভুল হয় না বোমানকে। এর আগে মুন্নাভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস, পিকে-তেও ছিলেন বোমন।

প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককেও দেখা যাবে ডাঙ্কিতে। তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৭ কোটি রুপি। এছাড়াও তাকে কঙ্গনা রানাওয়াতের এমার্ডেন্সি সিনেমাতেও দেখা যাবে।