চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল আর্জেন্টিনা-স্পেন

football

স্পোর্টস ডেস্ক : পর্দা নেমেছে মহাদেশীয় দুই ফুটবল আসরের। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন। অন্যদিকে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা।

football

মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে ইউরোপের উয়েফাকেই সবচেয়ে প্রভাবশালী বিবেচনা করা হয়। ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য উয়েফার বরাদ্দ ছিল ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ স্পেন চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

আর রানার্সআপ ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৫ কোটি টাকা। ২৪ দল নিয়ে আয়োজিত ইউরো ২০২৪-এর জন্য উয়েফা মোট প্রাইজমানি রেখেছিল ৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

তিন বছরে চার ট্রফি, ফুটবলে আর দেখার বাকি নেই : মাশরাফী

অন্যদিকে কোপা আমেরিকার আয়োজক কনমেবল। সেখানে চ্যাম্পিয়ন হয়ে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার পেয়েছে আর্জেন্টিনা। যা বাংলাদেশি মুদ্রায় ১৮৮ কোটি টাকার কিছু বেশি। রানার্সআপ হওয়া কলম্বিয়ার পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার বা ৮২ কোটি টাকার বেশি। ১০ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ছিল ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার।