দুই সপ্তাহে যত টাকা আয় করেছে ‘ভুলভুলাইয়া টু’

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে বক্স অফিসে সাড়া ফেলেছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘ভুলভুলাইয়া’। তারই সিকুয়েল ‘ভুলভুলাইয়া টু’ এবার বক্স অফিস মাতাচ্ছে। ৭৫ কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির দুই সপ্তাহে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয় ছাড়িয়ে ব্লকবাস্টার হিট এর তকমা গায়ে মেখেছে। যার ভেতর শুধুমাত্র ভারতেই এর আয় দাঁড়িয়েছে ১৭৫ কোটি রুপি। এ ছাড়া বিদেশের মাটিতে ছবিটি আয় করেছে ৩০ কোটি রুপি।

অনেকে মনে করছেন, ভারতের বক্স অফিসগুলো যখন একের পর এক দক্ষিণ ভারতীয় ছবির দখলে, তখন হিন্দি ছবির দুর্দিনে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে ‘ভুলভুলাইয়া ২’। মুক্তির প্রথম দিন থেকে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের এই হরর কমেডি ছবি বক্স অফিস মাতাচ্ছে। তবে সমালোচকদের কাছে খুব একটা সমাদৃত হয়নি ছবিটি।

কার্তিক আরিয়ান ছাড়াও ‘ভুলভুলাইয়া টু’ ছবিতে আছেন কিয়ারা আদভানি, টাবু্‌, রাজপাল যাদব ও সঞ্জয় মিশ্রা।- কইমই

অর্থ কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন সালমান খান