স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলার জন্য নিজের বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন ডেভিড মিলার। ফরচুন বরিশালের হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলতে পেরেছিলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। শেষ পর্যন্ত তার দল চ্যাম্পিয়ন হয়। তবে এই ৩ ম্যাচ খেলেই নাকি দেড় লাখ মার্কিন ডলার পেয়েছেন প্রোটিয়া মিলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।
পাকিস্তানের একটি অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন ওয়াসিম আকরাম। দেশটির কিংবদন্তি ফাস্ট বোলার বলেন, ‘পাকিস্তান সুপার লিগ নিয়ে ব্যস্ত থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের খোঁজ রাখা হয়নি। তবে শেষ তিনটি ম্যাচের জন্য মিলার দেড় লাখ ডলার নিয়েছে বলে শুনলাম। নিজের বিয়ে পিছিয়ে দিয়েছিল মিলার।’
গত ১ মার্চ বিপিএলের ফাইনাল ছিল। মিলার বিয়ে করেন ১০ মার্চ। রবিবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দীর্ঘ দিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে। কেপটাউনে হয়েছে বিয়ের অনুষ্ঠান। হ্যারিস পেশাদার পোলো খেলোয়াড়।
এর আগে বিপিএল খেলে দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। যেখানে হ্যারিসকে নিয়েই বাংলাদেশে গিয়েছিলেন তিনি। তার বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিলার এবং হ্যারিস। মিলারের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডেন মার্করাম, কুইন্টন ডিকক, মার্ক বাউচারদের মতো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের পরিচিত মুখগুলো।
বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল কিংবা সংশ্লিষ্ট কারও মন্তব্য অবশ্য জানা যায়নি। বিপিএলের ড্রাফট থেকে দেশি–বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানো হলেও, তাদের অর্থমূল্য সেভাবে প্রকাশ্যে আনা হয় না। গত ১ মার্চ বিপিএলের দশম আসরের ফাইনালে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারে মতো চ্যাম্পিয়ন হয় বরিশাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।