বাংলা টেলি সিরিয়ালের নায়িকারা কে কত টাকা পান?

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের মতো কলকাতার টেলি সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা এখনও এপিসোড পিছু রুপি পান না। মুম্বাইয়ের মতো বিশাল অঙ্কও তাঁদের প্রাপ্য হয় না। কপিল শর্মা যেমন তাঁর লাফটার শো এর জন্যে এপিসোড পিছু পঞ্চাশ লক্ষ কিংবা এই শোতেই অর্চনা পুরান সিং এপিসোড পিছু দশ লাখ রুপি পান বাংলা সিরিয়াল এর অবস্থা তেমন নয়। এখানে এখনও মাস মাইনের চুক্তিতে অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেন। বাংলা সিরিয়ালের নায়িকারা কে কেমন রুপি পান? সম্প্রতি একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সন্ধ্যা হলেই যে ফুলকি গৃহস্থর ড্রয়িংরুম আলো করে থাকে সেই দিব্যানির মাসিক বেতন এক লক্ষ ১২ হাজার রুপি। জি বাংলার মন দিতে চাই এর তিতিরের মাস মাইনে এক লক্ষ ২০ হাজার রুপি ।

ইচ্ছাপুতুলের মেঘ ওরফে তিতিক্ষা পেয়ে থাকে এক লক্ষ ২৪ হাজার রুপি। গৌরী এল সিরিয়াল এর টি আর পি ইদানিং একটু নিম্নমুখী, তাতে কিন্তু নায়িকা মোহনার এক লক্ষ ২৫ হাজার রুপি মাসে পারিশ্রমিক আটকায়নি। মুকুট এর শ্রাবনী ভুইয়া পান এক লক্ষ ৩২ হাজার রুপি মাসে। রাঙা বউ সিরিয়ালের শ্রুতি দাস পান মাসে এক লক্ষ ৩০ হাজার রুপি।

খেলনাবাড়ির আরাত্রিকা এক লক্ষ ৪০ হাজার রুপি। নিম ফুলের মধুর নায়িকা পল্লবি শর্মা এদের থেকে অনেক বেশি পান। মাসে দু লক্ষ ২২ হাজার। কাহারে কই মনের কথা- এই জনপ্রিয় সিরিয়ালের নায়িকা, বাংলা টেলি সিরিয়াল এর পরিচিত মুখ মানালি দের মাস মাইনে দু লক্ষ ৪০ হাজার রুপি। তবে, সবাইকে টেক্কা দিয়েছে জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা। তার পারিশ্রমিক মাসে দু লক্ষ ৮৫ হাজার রুপি। বাংলা সিরিয়াল যে এখনও মুম্বাই এর দুনিয়া থেকে অনেক পিছনে তা বোঝা যায় এই পরিসংখ্যান থেকে। তার কারণ অবশ্য হিন্দি সিরিয়ালের সর্বভারতীয় বাজার। যা আঞ্চলিক বাজার ধরতে সক্ষম বাংলা সিরিয়ালের থেকে অনেকটাই এগিয়ে।