আন্তর্জাতিক ডেস্ক : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি বর্তমানে এশিয়ার তথা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। তার লাইফস্টাইল এবং কাজের ধরন প্রায়ই সোশ্যাল মিডিয়া আলোচনার বিষয় হয়ে থাকে। বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে দামি গাড়ি, মুকেশ সব কিছুতেই আলোচনার শীর্ষে থাকেন।
কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি যখন বাড়ি থেকে বের হন, তখন তার পকেটে কত টাকা থাকে!মুকেশ আম্বানির লাইফস্টাইল অনুযায়ী মানুষ মনে করবে যে তিনি পকেটে লাখ লাখ টাকা নিয়ে যাবেন কিন্তু তা একদম ই নয়। কিছুদিন আগে মুকেশ আম্বানি নিজেই এই বিষয় সম্পর্কে বলেছিলেন।
মুকেশ আম্বানি বলেছিলেন যে তিনি তার পকেটে নগদ টাকা বয়ে বেড়ান না। তিনি বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেডিট কার্ডের উপর নির্ভর করেন। রিলায়েন্সের প্রধান বলেছেন, “টাকা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। অর্থ একটি সম্পদ মাত্র। যা কোম্পানির জন্য ঝুঁকি গ্রহণকারী হিসেবে কাজ করে। এটি এক প্রকারের ফ্লেক্সিবিলিটি প্রদান করে।
আমি আমার পকেটে কোনো টাকা নিয়ে বের হই না। এটা খুব কম মানুষই জানে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত পকেটে টাকা রাখিনি।এবার জেনে নেওয়া যাক যে মিসেস আম্বানির ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন তাদের কত টাকা করে পকেটমানি দিতেন।
IDIVA -কে দেওয়া এক সাক্ষাৎকারে নীতা আম্বানি জানিয়েছেন যে তিনি তাঁর সন্তানদের মাত্র 5 টাকা দিতেন। মিসেস আম্বানি বলেন, “আমার বাচ্চারা যখন স্কুলে যেত, আমি তাদের প্রতি শুক্রবার মাত্র ৫ টাকা দিতাম। এই টাকা দিয়ে তিনি স্কুলের ক্যান্টিনে খাবার খেতেন। একবার আমার ছেলে অনন্ত আমার কাছে ছুটে এসে বলল আমার 10 টাকা চাই। আমি তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলল- স্কুলের বন্ধুরা আমাকে নিয়ে মজা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।