বিনোদন ডেস্ক : প্রভাস-দীপিকা পাড়ুকোন অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’ মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির আয় ছাড়িয়েছে। প্রথমবারে মতো একসঙ্গে দেখা যাচ্ছে এই জুটিকে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক জানিয়েছে, তেলুগু ভার্সনে সিনেমাটি ৩৬ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। আর হিন্দিতে ৪০ কোটি। এর আগে মুক্তির প্রথম দিন ৯৫ কোটি রুপি আয়ের মাধ্যমে বক্স অফিসে যাত্রা শুরু করে কল্কি। দ্বিতীয় দিন আয় করে ৫৪ কোটি, তৃতীয় দিন আয় করে ৬৪ কোটি ৫০ লাখ।
চতুর্থ দিন আয় বেড়ে দাঁড়ায় ৮৮ কোটিতে। ফলে চারদিনে ভারতীয় বক্স অফিসে কল্কির মোট আয় এখন ৩০৯ কোটি রুপি।
অপরদিকে বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে সিনেমাটি। বর্তমানে কল্কির বিশ্বব্যাপী নেট আয় ৫১৫ কোটি রুপি।
শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি।
ভবিষ্যৎ পৃথিবীর দুরবস্থা কল্পনা করে সিনেমার গল্প লেখা হয়েছে।
সিনেমাটিতে প্রভাস, দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।