শাহরুখের জীবনের প্রথম পারিশ্রমিক কত জানেন?

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতীয় গায়ক পঙ্কজ উদাস। এই পঙ্কজ উদাসের গানের একটি কনসার্টে কাজ করেছিলেন শাহরুখ। তাঁর কাজ ছিল মানুষকে বসার জায়গা দেখিয়ে দেওয়া। সেটাই ছিল তাঁর মুম্বইয়ে এসে প্রথম কাজ। সেই কাজ করে প্রথম উপার্জন করেছিলেন শাহরুখ। কত টাকা পেয়েছিলেন জানেন?

শাহরুখ খান

৭০০ কোটি টাকার অট্টালিকায় থাকেন বলিউডের কিং খান শাহরুখ। দিল্লির ছেলে ছিলেন। খুব অল্প বয়সে হারিয়েছিলেন বাবা-মাকে। স্কুলে পড়ার সময় থেকে স্ত্রী গৌরী খানকে ভালবাসতে শুরু করেছিলেন শাহরুখ। তিনি অত্যন্ত অধিকারবোধ-সম্পন্ন প্রেমিক ছিলেন বলে গৌরী তাঁকে ফেলে মুম্বইয়ে পালিয়ে এসেছিলেন। প্রেমিকাকে খুঁজতে দিল্লিতে চলে এসেছিলেন শাহরুখ। ছবিতে অভিনয়ের সুযোগ, গৌরীকে ফিরে পাওয়া এবং নিজের সুনাম তৈরি করা, অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, সুপারস্টার হয়ে ওঠা–তিন দশক ধরে লড়াই করে চলেছেন শাহরুখ। সেরার সেরা আসনে বসেছেন। কিন্তু জানেন কি মুম্বই শহরে আসার পর শাহরুখের প্রথম পারিশ্রমিক কত ছিল? এই তথ্য যদি আপনি জানেন, তা হলে চমকে যাবেন।

সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতীয় গায়ক পঙ্কজ উদাস। এই পঙ্কজ উদাসের গানের একটি কনসার্টে কাজ করেছিলেন শাহরুখ। তাঁর কাজ ছিল মানুষকে বসার জায়গা দেখিয়ে দেওয়া। সেই কাজ করে হাতে পেয়েছিলেন মাত্র ৫০ টাকা। ৫০ টাকা! ভাবতে পারছেন। যদিও আজ থেকে ৩০-৩৫ বছর আগে ৫০ টাকার মূল্য অনেকটাই ছিল। তবুও কিং খানের কাছে তো তা নগণ্যই। এই ৫০ টাকা দিয়ে কী করেছিলেন শাহরুখ?

শাহরুখ ৫০ টাকা দিয়ে একটি ট্রেনের টিকিট কেটেছিলেন। দিল্লি থেকে গিয়েছিলেন আগ্রায়। দেখে এসেছিলেন তাজমহল। জীবন কত বিচিত্র। এই শাহরুখ এখন লক্ষ-লক্ষ টাকা দামের ঘড়ি পরেন। তার সংগ্রহে বিশ্বের সবচেয়ে দামী গাড়িগুলি। থাকেন বিরাট মন্নতে। শূন্য হাতে এসেছিলেন। ভাগ্যের জোরে এবং কঠোর পরিশ্রমে তাঁর হাত শূন্য রাখেননি ঈশ্বর। দিয়েছেন উপুড় করে।