অভিষেকের চেয়ে কত গুণ বেশি সম্পত্তির মালকিন ঐশ্বর্য?

বিনোদন ডেস্ক : স্বামী-স্ত্রীর মধ্যে ‘ইগো’ কী-কী কারণে আসতে পারে? তা নিয়ে আস্ত একটা ডিবেট চলতে পারে। ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক নিয়ে বিগত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে। তাঁরা নাকি ‘সেপারেটেড’! আলাদা-আলাদা থাকছেন। চলতি গুঞ্জনকে নস্যাৎ করতে মাঝে মধ্য়েই বচ্চন পরিবারের সঙ্গে জনসমক্ষে আসেন ঐশ্বর্য। কিন্তু তিনি যে অনেকদিন থেকেই মেয়ে আরাধ্য়াকে নিয়ে মা বৃন্দা রাইয়ের বাড়িতে আছেন, সেই খবরও বেরিয়েছে। সত্যি-মিথ্য়া কেউই জানেন না। অনেকে মনে করেন, ঐশ্বর্য-অভিষেকের মধ্যে কোনও একটা কারণে ইগোর লড়াই আছে। কী সেই লড়াই?

ঐশ্বর্য বিশ্বসুন্দরী। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড। তিনি অনেক ভারতীয় নারীর পথপ্রদর্শক। তাঁর রূপ নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি ধনীও। বচ্চনদের ধন যতখানি, ঐশ্বর্যর একার ধন অনেকটা সেরকমই। তাঁর উপর তিনি স্বামী অভিষেকের চেয়ে বেশি সফল। অভিষেক যাতে বাবা অমিতাভের পরিচয় থেকে বেরিয়ে এসে নিজের একটা স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে পারেন, সে জন্য অনেক আত্মত্যাগও করেছেন। অভিষেককে এগিয়ে দেওয়ার জন্য ভাল-ভাল কাজের অফারকে প্রত্যাখ্যান করেছেন। কন্যা আরাধ্যার প্রতিপালনের দিকে নজর দিয়েছেন। তাতেও অভিষেকের ধনরাশি টপকে যেতে পারেনি ঐশ্বর্যর ধনরাশিকে। জানেন কি ঐশ্বর্য কতটা ধনী অভিষেকের চেয়ে?

ঐশ্বর্য ৮০০ কোটি টাকারও বেশ টাকার মালকিন। স্থাবর-অস্থাবর সম্পত্তি তাঁর প্রচুর। এখন নিয়মিত সিনেমায় অভিনয় না করলেও প্রচুর ব্র্যান্ডের অ্যাম্বাস্যাডার তিনি। আর অভিষেক! শোনা যায়, তাঁর নাকি নিজের সম্পত্তির মূল্য ২০০ কোটির কাছাকাছি হবে। আর হ্যাঁ, বাবা অমিতাভের সম্পত্তির অর্ধেকটা তিনিই পাবেন। তা হলেই ভাবুন। নিজ অর্জিত সম্পত্তির নিরিখে অভিষেক চার গুণ পিছিয়ে ঐশ্বর্যর থেকে।