কতদিন পর পর চুল কাটা উচিত

চুল কাটতে

লাইফস্টাইল ডেস্ক : সব মানুষই মাথার চুল কাটিয়ে থাকেন। চুলের ধরণ, বৃদ্ধি এবং জীবনযাত্রার ওপর ভিত্তি করে চুল কাটা হয় আমাদের। তবে এসবের মধ্যে অনেকেই বুঝতে পারেন না কতদিন পর পর চুল কাটা উচিত। পৃথক কিছু বিষয়ের ওপর নির্ভর করে কতদিন পর চুল কাটতে হবে।

চুল কাটতে

মূলত কে কেমন চুল রাখতে চায় সেই অনুযায়ী চুল কাটতে হয়। এবার তাহলে বোল্ডস্কাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী জেনে নেয়া যাক, কতদিন পর পর চুল কাটা উচিত।

ছোট চুলের জন্য: আপনি যদি আপনার চুল ছোট রাখতে চান তাহলে চুল বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এ জন্য ৪ থেকে ৬ সপ্তাহের মাঝে চুল কাটতে পারেন আপনি।

লম্বা চুলের জন্য: লম্বা চুলের নারীরা এর ঝামেলা জানেন। চুল লম্বা রাখলে ভেঙে যাওয়া, চুল পড়া এবং চুলের মাথা ফেটে যাওয়ার প্রবণতা বেশি থাকে। এ কারণে যারা চুল লম্বা রাখতে চান তাদের ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে চুল কাটা উচত। তবে চুল শক্ত, ঘন ও স্বাস্থ্যকর রাখতে প্রতি ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে কাটতে পারেন।

মাঝারি চুলের জন্য: আপনার মাথায় কি খুব কম চুল? আপনি যদি এ অবস্থায় চুল বেশি বড় রাখেন তাহলে আরও কম দেখাবে। একই সঙ্গে চুল ভঙ্গুর দেখাবে। তাই ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে চুল কাটার চেষ্টা করবেন। আর যদি লম্বা চুল রাখতে পছন্দ করেন তাহলে ১০ সপ্তাহে একবার কাটুন।

এ যেন লটকনের গাছ নয়, টাকার গাছ!

ক্ষতিগ্রস্ত চুলের জন্য: চুলে নানা প্রকার রাসায়নিক প্রসাধনী ব্যবহারের কারণে বিভিন্নভাবে ক্ষতি হয়ে থাকে। শুস্ক হওয়া, ফেটে যাওয়াসহ নানা সমস্যা। কখনো যদি চুলের চিকিৎসার জন্য তাহলে প্রথমে স্ট্রিমিং আসে। আর ক্ষতিগ্রস্ত চুলের চিকিৎসা করে সেভাবে ফল আসে না। তবে কোনো প্রসাধনী ব্যবহার না করে প্রতি ৮ সপ্তাহে চুল কেটে চুলের স্পিলট এবং ক্ষতিগ্রস্ত চুলের সমস্যায় সমাধান পেতে পারেন।