বিরাট কোহলির চেয়ে আনুশকা বয়সে কত বড়?

কোহলি আনুশকা

বিনোদন ডেস্ক : ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা জুটি ভালবাসার নতুন সংজ্ঞা লিখেছেন। বিরাট-আনুশকার বয়সের পার্থক্য কত? তবে অনেকেই জানেন না, বয়সে কোহলির চেয়ে বড় আনুশকা।

কোহলি আনুশকা

বিরাট কোহলির জন্ম ১৯৮৮ সালের ৫ নভেম্বর। ওই একই বছর ১ মে আনুশকা জন্ম হয়। বিরাটের চেয়ে তার স্ত্রী মাত্র ৬ মাস ৪ দিনের বড়। তবে বয়সের ব্যবধান তাদের মধ্যে কখনও প্রাধান্য পায়নি।

মেয়ে ভামিকা তাদের জীবনে আসার পর থেকে আনুশকা কাজ থেকে সাময়িক বিরতি নেন। এখন তাকে সেভাবে সিনেমার পর্দায় দেখা যায়নি।

শোনা যাচ্ছে, বিরাট ও আনুশকা আরও একবার বাবা-মা হতে চলেছেন। তবে এই নিয়ে এখনও তারা কেউই মুখ খোলেননি।

পিকনিক তো করতে যান, কিন্তু পিকনিকের বাংলা অর্থ কী জানেন?

কোহলি-আনুশকার প্রথম দেখা হয়েছিল একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। তার পর থেকে তাদের মধ্যে মেলামেশা শুরু। সেই বন্ধুত্ব এক সময় ভালবাসায় পরিণত হয়। ২০১৭ সালে বিয়ের বন্ধনে এক হন তারকা এই জুটি।