বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্ষাকাল এলে বৈদ্যুতিক গাড়ি নিয়ে চিন্তা হয়। যেহেতু ব্যাটারিচালিত গাড়ি, বর্ষায় কি চালানো যাবে? এই প্রশ্নই বারবার উঁকি মেরে যায় অনেকের মনে। অনেকেই আশঙ্কা করেন যে বর্ষাকালে ব্যাটারিচালিত গাড়ির তুলনায় পেট্রোল-ডিজেলচালিত গাড়ি বেশি সুবিধাজনক।
সবকটি বৈদ্যুতিক গাড়িতেই ইনগ্রেস প্রটেক্টশন বা আইপি রেটিং সিস্টেম থাকে। এর অর্থ ইলেকট্রিক ভেইকেলের ব্য়াটারি ধুলা এবং পানি থেকে সুরক্ষিত থাকবে। যেকোনো গাড়ির ক্ষেত্রেই পানি জমে থাকা রাস্তায়, পানির মধ্যে চালাতে নিষেধ করা হয়।
উদাহরণস্বরূপ কোনও গাড়িতে যদি আইপি৬৭ লেখা থাকে। তাহলে গাড়িটি ৩০ মিনিটের জন্য ১ মিটার পানির নিচে ডুবে থাকতে পারবে। ফলে বৃষ্টির সময় বৈদ্যুতিক গাড়ি চালাতে কোনও সমস্যা হয় না। এছাড়াও ব্যাটারি নিরাপদে রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। ফলে গাড়িতে পানি ঢুকলেও ব্যাটারি পর্যন্ত পৌঁছনো সহজ নয়। সেই হিসেবে বর্ষাকালে এসব গাড়ি চালানো বিপজ্জনক নয়।
গাড়ি চার্জ দেওয়ার সময় সতর্কতা জরুরি?
বৈদ্যুতিক তে নির্দিষ্ট সময় অন্তর চার্জ দিতে হয়। অনেকের মনে এই প্রশ্ন থাকে যে বৃষ্টির মধ্যে গাড়ি চার্জ দেওয়া যাবে কিনা। এখানেও কোনও সমস্যা নেই। চার্জিং কেবল থেকে গাড়ির চার্জিং পয়েন্ট- পুরো সিস্টেম একাধিকবার পরীক্ষা করা হয়। চার্জিং কেবলসহ বাকি সব যন্ত্রাংশ ওয়াটারপ্রুফ। ফলে চার্জের সময় বিপদ ঘটনার ঝুঁকি সাধারণত নেই। বৃষ্টির মধ্যেও চার্জ দেওয়া যায় বৈদ্যুতিক গাড়িটিতে। অথবা চার্জ দেওয়ার সময় বৃষ্টি চলে এলেও সমস্যা হবে না।
গাড়ি তৈরির সময়েই বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত মাপকাঠি মেনে চলে নির্মাত প্রতিষ্ঠানগুলো। যাতে ধুলা, পানি এবং বাইরের কোনও বস্তু ব্যাটারি বা গাড়ির কোনও যন্ত্রাংশে না ঢুকতে পারে। গাড়িতে একটি সেন্সরও থাকে। চার্জ দেওয়ার সময় সংযোগ সুরক্ষিত থাকলে, কোনও সমস্যা না থাকলে তবেই চার্জ শুরু হয়। কোনোরকম সমস্যা টের পেলেই ওই সেন্সর চার্জ বন্ধ করে দেয়। শুধু দেখে নেওয়া প্রয়োজন যে চার্জ দেওয়ার সময়, চার্জিং কেবল এবং গাড়ির চার্জিং সকেট যেন শুকনা থাকে।
সাধারণ পেট্রোল-ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রে বাজারে বিক্রির আগে যেমন দফায় দফায় পরীক্ষা করা হয়, ব্যাটারিচালিত ক্ষেত্রেও ঠিক সেভাবেই সতর্ক হয়েই বাজারে নামায় এর নির্মাতা প্রতিষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।