লাইফস্টাইল ডেস্ক : চলছে আষাঢ় মাস। এ সময়টা এমন যে, পরিষ্কার আকাশে হঠাৎই ঢেকে যায় কালো মেঘের ছায়ায়। শুকনো রাস্তা হঠাৎই হয়ে ওঠে পিচ্ছিলময়। এমন সময় কোন ধরনের জুতা বেশি আপনার জন্য উপযুক্ত জানেন?
হুটহাট নেমে আসা বৃষ্টিতে ভিজে তো আপনি যানই, সেই সঙ্গে ভিজে যায় আপনার সাথে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাগ ও জুতা। চলার ছন্দে রাস্তায় এ সময় তাল সামলাতে না পারলেই বড় রকমের বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে। তাই এ সময় নিরাপদ থাকতে বেছে নিতে পারেন বিশেষ জুতাকে।
বর্ষা ঋতুতে আপনার পছন্দের জুতা থেকে একটু সরে এসে বেছে নিন প্লাস্টিক কিংবা রাবারের জুতাগুলোকে। বর্ষাকালে এ ধরনের জুতা পরতে বেশ আরামদায়ক।
বৃষ্টি যতই মুসলধারে নামুক না কেন প্লাস্টিক কিংবা রাবারের জুতা পরলে আপনি স্বছন্দে যেমন হাঁটতে পারবেন তেমনি বর্ষায় কাদা মাটি কিংবা পানি যতই জুতায় লেগে যাক না কেন সামান্য একটু পানি দিয়েই এ ধরনের জুতা সহজে পরিষ্কার করা যায়।
পানি দিয়ে পরিষ্কার করার পর শুকানোর ঝামেলা একেবারেই নেই এ ধরনের জুতা ব্যবহারে। পরিষ্কার করার মাত্র ৫ মিনিটের মাথাতেই আপনি সে জুতা আপনি পরে বাইরে বেরোতে পারবেন। যা অন্য কোনো জুতা ব্যবহারে সম্ভব নয়।
তবে যারা স্টাইলিশ তারা হয়তো প্লাস্টিক কিংবা রাবারের জুতা পরতে তেমন কমফোর্ট ফিল নাও করতে পারেন। আপনি জানলে অবাক হবেন, এখন অনেক বড় বড় শপিংমলেই প্লাস্টিক ও রাবারের স্টাইলিশ জুতা পাওয়া যায়। সেসব শপিংমলগুলো থেকে একটু সময় নিয়ে বর্ষার জন্য উপযুক্ত জুতা বেছে নিন।
এসব জুতায় ফ্লাট হিলও থাকে। যা আপনার উচ্চতা বাড়াবে আবার রাস্তায় স্লিপ করার শঙ্কাও কমাবে। এসব জুতার বাজেটও খুব কম। ২০০ থেকে ৪৫০ টাকার মধ্যেই নারী ও পুরুষদের জন্য প্লাস্টিক অথবা রাবারের জুতা পেয়ে যাবেন। তবে দর কষাকষিতে আপনি ভালো হলে এর চেয়েও কম দামে আপনি কিনতে পারবেন বর্ষায় উপযোগী এসব স্টাইলিশ জুতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।