বিনোদন ডেস্ক : সবেমাত্র হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন সালমান শাহ। এবার সিনেমায় অভিষেকের পালা। কিন্তু বাদ সাধলেন মা। ছেলে সিনেমায় অভিনয় করবেন তা মানতে নারাজ মা নীলা চৌধুরী। সেই কারণে সিনেমায় অভিনয়ের সায় দিলেন না। কিন্তু মায়ের অনুমতি না পেলে যে কিছুতেই সিনেমায় অভিনয় করা যাবে না।
কিন্তু সালমান শাহও ছাড়ার পাত্র নন। মায়ের সামনে আকুতি-মিনতি করতে থাকেন সিনেমায় অভিনয়ের জন্য। যেকোনো মূল্যে মাকে রাজি করাতে হবে। অবশেষে মায়ের পা ধরে বসলেন। মাকে বললেন, ‘একটাই মাত্র সিনেমা করবো।’
ছেলের এই কাণ্ড দেখে বাবা রাজি হলেও নারাজ মা। পরে আর নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না মা, সিনেমায় অভিনয়ে ছেলেকে সম্মতি দিলেন।
মায়ের অনুমতি পেয়েই চুক্তিবদ্ধ হন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায়। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৩ সালে। এতে অভিনয় করে সালমান শাহ এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে, তাকে আর পেছনে তাকাতে হয়নি।
কিন্তু সিনেমায় অভিনয়ের ক্যারিয়ার বেশিদূর এগিয়ে নিতে পারেননি সালমান শাহ। ১৯৯৬ সালের আজকের এই দিনে (৬ সেপ্টেম্বর) দর্শক, ভক্ত ও অনুরাগী- সবাইকে কাঁদিয়ে বিদায় নেন এই পৃথিবী থেকে।
মৃত্যুর পর বিভিন্ন তদন্তে এই নায়কের আত্মহত্যার বিষয়টি উঠে এলেও তার মায়ের ভাষ্য, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২৭ বছর পেরিয়ে গেলেও এখনও সেই মৃত্যুরহস্যের কূলকিনারা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।