জুমবাংলা ডেস্ক : বিশ্বের দুর্বলতম পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখনো উন্নত হয়নি। হেনলি অ্যান্ড পার্টনার্সের ‘গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং’-এ ১০৯টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১০২তম স্থানে। গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানে এক ধাপ নেমে এসেছে। এই র্যাঙ্কিং তৈরিতে আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতির (আইএটিএ) তথ্য ব্যবহার করা হয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৪২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। ৯৬টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা নিয়ে মালদ্বীপ রয়েছে ৫৮তম স্থানে। এছাড়া ভারত ৮৫তম, ভুটান ৯২তম, শ্রীলঙ্কা ১০১তম, নেপাল ১০৩তম এবং পাকিস্তান ১০৬তম স্থানে রয়েছে।
বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের। মাত্র ২৮টি দেশে ভিসা ছাড়াই যেতে পারে আফগান নাগরিকরা।
ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেনের পাসপোর্ট এ তালিকায় শীর্ষে রয়েছে। এই দেশগুলোর নাগরিকরা বিশ্বের ১৯৪টি দেশে ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভেলে ভ্রমণ করতে পারেন।
ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লাক্সেমবার্গ এবং যুক্তরাজ্যের পাসপোর্ট ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন:
এশিয়া মহাদেশের মধ্য রয়েছে ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
আফ্রিকা মহাদেশের মধ্যে রয়েছে বেনিন, কেপ ভার্দে, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ঘানা, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেইশেলস, সোমালিয়া, টোগো, উগান্ডা।
ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউয়ি, সামোয়া, ট্রুভালু, ভানুয়াতু।
ক্যারিবিয়ান অঞ্চলের মধ্যে রয়েছে: বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডোমেনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসারাত, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট ভেনিস এন্ড গ্রানাডিস, ত্রিনিদাদ ও টোবাকো।
এছাড়া আমেরিকা মহাদেশের মধ্যে রয়েছে বলিভিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।