Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সাহাবিরা রমজানের প্রস্তুতি নিতেন যেভাবে
    ইসলাম ধর্ম

    সাহাবিরা রমজানের প্রস্তুতি নিতেন যেভাবে

    Tarek HasanMarch 6, 20246 Mins Read
    Advertisement

    ধর্ম ডেস্ক : রমজানে সাহাবায়ে কেরামের আমল ছিল বর্ণনাতীত। তারা রমজান আসার আগ থেকেই নিজেদের আমলের বিন্যাসের জন্য সময় নির্ধারণ করতেন এবং কোনোভাবে সময় নষ্ট হতে দিতেন না। রমজানে বিশেষ যে ইবাদতগুলোর প্রতি তারা গুরুত্বারোপ করতেন তার কিছু বিবরণ রইলো আজ।

    shahabi

    দিনের বেলায়ও মসজিদ আবাদ

    ইবনে আবি শায়বা আবুল মুতাওয়াক্কিল থেকে বর্ণনা করেন, ‘আবু হুরাইরা (রা.) এবং তার সাথি রোজা রাখলে মসজিদে বসে থাকতেন।’ (আন-নিহায়া ফি গারিবিল হাদিস, মাদ্দাহ : যারাবা)। বহু সংখ্যক সাহাবায়ে কেরাম মাহে রমজানে ইতেকাফ করতেন। বিশেষ করে শেষ দশকে।

       

    কোরআনের মাসে তেলাওয়াতের আধিক্য

    সাহাবায়ে কেরাম রমজানে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম শুধু কোরআন তেলাওয়াতের জন্য (কর্ম থেকে ) অবসর নিতেন। এটাকেই নিজের ব্যস্ততা বানাতেন। মারওয়াজি (রহ.) কাসেম (রহ.) থেকে বর্ণনা করেন, ইবনে মাসউদ (রা.) সাধারণত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত পূর্ণ কোরআন খতম করতেন। রমজানে প্রতি তিন দিনে এক খতম দিতেন। এর মধ্যে দিনে খুব সময়ই ব্যয় করতেন।’ (আসসুনানুল কোবরা লিলবায়হাকি : ২/৩৯৪)।

    আয়েশা সিদ্দিকা (রা.) এর আমল ছিল, রমজানে দিনের শুরুভাগে কোরআন তিলাওয়াত করতেন, সূর্য উদিত হয়ে গেলে শুয়ে পড়তেন।’ (লাতাইফুল মাআরিফ, পৃষ্ঠা : ১৭১)।

    অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা

    আবু জর (রা.) সাথীদের নসিহত করে বলতেন, ‘যখন তোমরা রোজা রাখ, তখন যতটুকু সম্ভব অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাক।’ এ হাদিসের বর্ণনাকারী তালিক (রহ.) সম্পর্কে জানা যায়, ‘তিনি মাহে রমজানে ঘর থেকে শুধু নামাজের জন্য বের হতেন।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা)।

    জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, ‘যখন তোমরা রোজা রাখবে, তখন তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের জবান মিথ্যা ও গোনাহ থেকে রোজা রাখবে। খাদেমকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। রোজার দিন তোমাদের গাম্ভীর্যভাব নিয়ে থাকবে।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৯৮৭৩)।

    ওমর ইবনে খাত্তাব (রা.) বলেন, ‘রোজা শুধু পানাহার বর্জনের নাম নয়; বরং রোজা মিথ্যা, বাতিল ও বেহুদা কসম খাওয়া থেকে বর্জনের নামও।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৯৮৭৫)। এ ধরনের কথা আলী ইবনে আবি তালেব (রা.) থেকেও বর্ণিত আছে। (প্রাগুক্ত : ৯৮৭৭)।

    অসহায় ও মেহমানদের দাওয়াত

    সাহাবায়ে কেরাম (রা.) আসহাবে সুফফাদের খাবার দিতেন। কারণ, তারা মুসলমানদের মধ্যে জীবনযাপনের দিক থেকে দুর্বল ছিলেন। মসজিদে নববিতে পড়ে থাকতেন। ওয়াসেলা ইবনে আসকা (রা.) থেকে বর্ণিত, ‘রমজান এলে আমরা সুফফায় থাকতাম, আমরা রোজা রাখতাম, যখন ইফতার করতাম, তখন আমাদের একেকজনের কাছে একজন এসে নিয়ে গিয়ে রাতের খাবার খাওয়াতেন।’ (হিলয়াতুল আওলিয়া : ৩/২২)।

    সাহাবায়ে কেরাম প্রতিনিধি দল এবং মেহমানদের জন্য খাবার পাকাতেন। আলকামা ইবনে সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি স্বীয় পিতা থেকে বর্ণনা করেন, ‘আমরা প্রতিনিধি দলের সঙ্গে থেকে রাসুল (সা.) এর সঙ্গে সাক্ষাতের জন্য আসতাম। তিনি আমাদের জন্য মুগিরা ইবনে শু’বার ঘরের পাশে দুটি তাঁবু টানিয়ে দিতেন। বেলাল (রা.) আমাদের কাছে ইফতার নিয়ে আসতেন। আমরা জিজ্ঞেস করতাম, ‘বেলাল, রাসুল (সা.) ইফতার করেছেন? বেলাল (রা.) বলতেন, হ্যাঁ, আমি তোমাদের কাছে রাসুল (সা.) এর ইফতার করার পরই এসেছি এবং আমরাও খেয়ে এসেছি। বেলাল (রা.) আমাদের কাছে সেহরিও নিয়ে আসতেন।’ (আল-মুজামুল কাবির, তাবারানি : ৪২০০)।

    আবদুল্লাহ ইবনে রাবাহ (রা.) বর্ণনা করেন, ‘এক প্রতিনিধি দল মুয়াবিয়া (রা.) এর কাছে এলেন। তখন রমজান মাস ছিল। আমাদের কেউ কেউ অল্প খাবার তৈরি করতেন। আবু হুরাইরা (রা.) খুব করে আমাদের হাওদাতে ডাকতেন। অতঃপর আমার সাক্ষাৎ আবু হুরাইরা (রা.) এর সঙ্গে হয়। আমি বললাম, আজ রাতে আমার এখানে দাওয়াত নেন। আবু হুরাইরা (রা.) বললেন, আপনি আমার ওপর অগ্রগামী হয়েছেন। আমি বললাম, জী, হ্যাঁ, অতঃপর আমি লোকদের দাওয়াত দিলাম।’ (মুসলিম : ১৭৮০)।

    সেহরি ও ইফতারে দাওয়াত

    তাউস (রহ.) থেকে বর্ণনা আছে, আমি ইবনে আব্বাস (রা.) কে বলতে শুনলাম, ‘ওমর (রা.) সেহরিতে আমাকে খাওয়ার জন্য ডেকেছেন। এরই মধ্যে লোকদের হট্টগোল শুনতে পেয়ে জিজ্ঞেস করলাম, এটা কী হচ্ছে? আমি বললাম, মানুষ মসজিদ থেকে বের হচ্ছে।’ (মুখতাসারু কিয়ামিল লাইল : ৯৭)। মূলত লোকেরা যৌথভাবে সেহরি খাওয়ার পর বের হচ্ছিলেন।

    আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) এর সঙ্গে কখনও তার শাগরেদ সেহরি খেতেন, কমবেশি যা কিছু থাকত। তিনি বিলম্বে সেহরি খেতেন। ইবনে আবি শায়বা আমের ইবনে মাতার থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ‘আমি আবদুল্লাহর কাছে তার ঘরে এলাম, তিনি সেহরির অতিরিক্ত খাবার বের করলেন। আমরা তার সঙ্গে সেহরি খেলাম। নামাজের জন্য ইকামত বলা হলে আমরা বের হলাম এবং তার সঙ্গে নামাজ পড়লাম।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৯০২৪)।

    সিলাহ ইবনে যুফার বলেন, আমি হুজাইফা (রা.) এর সঙ্গে সেহরি খেলাম। তারপর মসজিদে চলে গেলাম। দুই রাকাত ফজরের সুন্নত পড়লাম, অতঃপর নামাজের জন্য ইকামত বলা হলে আমরা নামাজ পড়লাম।’ (নাসায়ি : ২১৫৪)।

    সাহাবাদের রাতের আমল

    সাহাবায়ে কেরাম সারাবছর নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। রাতের একভাগ আল্লাহর ইবাদতে অতিবাহিত করতেন। অবশ্য রমজানে প্রায় পুরো রাত ইবাদতে ব্যয় করতেন। নফল নামাজে দীর্ঘ তিলাওয়াত করতেন। এক তৃতীয়াংশ, অর্ধেক কিংবা রাতের বেশিরভাগ সময় তেলাওয়াতে কোরআন, নামাজ, জিকির-আজকার ও ইস্তিগফারে ব্যয় করতেন।

    আবদুল্লাহ ইবনে আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম (রহ.) থেকে বর্ণিত, ‘আমি আবু জর গিফারি (রা.) কে বলতে শুনলাম, আমরা রমজানে রাতের নামাজ থেকে ফিরে এসে খাদেমদের তাড়াতাড়ি খাবার আনার জন্য বলতাম, যেন সুবহে সাদেক না হয়ে যায়।’ (মোয়াত্তা ইমাম মালেক : ১/১১৪)।

    শেষ দশকের আমল

    রমজানের শেষ দশকের ইবাদতে সাহাবায়ে কেরামের আগ্রহ-উদ্দীপনা অনেক বেড়ে যেত। নিজেও ইবাদতে থাকতেন এবং পরিবার-পরিজনকেও রাতে জাগিয়ে দিতেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) শেষ দশকে পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। যেমনটা রাসুল (সা.) করতেন। মুজাহিদ (রহ.) বলেন, ‘ওমর (রা.) শেষ দশকে পরিবারকে জাগিয়ে দিতেন।’

    সেহরিতে সাহাবায়ে কেরামের আমল ছিল বিলম্বে সেহরি খাওয়া। বর্ণনা দ্বারা জানা যায়, সেহরি শেষ করা এবং ফজরের আজানে ৫০ থেকে ৬০ আয়াতের ব্যবধান থাকত। খাওয়ার কিছু না থাকলে এক ঢোক পানি পান করে নিতেন। কেননা সেহরি এ উম্মতের বৈশিষ্ট্য। ইফতারে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, মাগরিবের আজান হতেই খেজুর খেয়ে নিতেন, খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করতেন। অথবা যা কিছু নাগালে থাকত এ দিয়ে ইফতার করতেন। ইফতারের সময় সুন্নতসম্মত দোয়ার প্রতি গুরুত্বারোপ করতেন।

    বদান্যতা ও দানশীলতা

    এ বরকতময় মাসে সাহাবায়ে কেরামের দানশীলতা তুঙ্গে থাকত। সাধারণত নিজের ওপর অন্যদের প্রাধান্য দিতেন। নিজে ক্ষুধার্ত থাকতেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের এ গুণের প্রশংসা করেছেন। বিশেষ করে ঈদের দিনে সদকায়ে ফিতর ছাড়াও গরিব-অসহায় মানুষদের মাঝে এত দান করতেন, যাতে কেউ এ দিনের আনন্দ থেকে বঞ্চিত না হয়।

    সকালের যেসব বদ অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

    মাহে রমজান অতিবাহিতকারী তিন দলে বিভক্ত। একজন এমন যার এ মাস এবং বছরের অন্যান্য মাসে কোনো তফাত হয় না। সে হলো অকৃতকার্য হতভাগা। দ্বিতীয়জন হলেন আবেদ শ্রেণির। শুধু ইবাদত করেন। তার রমজানের সওয়াব তো হয়; কিন্তু রমজান মাস চলে যেতেই তার ইবাদতের আগ্রহ-উদ্দীপনা সব শেষ হয়ে যায়। তিনি আবার আগের জীবনে ফিরে আসেন। তৃতীয়জন হলেন, যিনি একাগ্রচিত্তে ইবাদতে মনোযোগী হন। তিনি এ মাসকে গনিমত মনে করে এর মধ্যে বেশির চেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করেন। ফলে তার আগের ও পরের জীবনে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। তৃতীয় প্রকারের এ ব্যক্তিই আল্লাহর রাসুল মুহাম্মদ (সা.) এর সাহাবি।

    আল্লাহ তায়ালা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ইসলাম ধর্ম নিতেন প্রস্তুতি যেভাবে রমজানের সাহাবিরা
    Related Posts
    জুমার দিন

    যেসব আমলে জুমার দিনে গুনাহ মাফ হয়

    September 12, 2025
    হজের প্রাথমিক নিবন্ধন

    ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবরেই শেষ

    September 11, 2025
    ধৈর্য

    সত্যের পথে সংগ্রাম ও ধৈর্যের শিক্ষা

    September 11, 2025
    সর্বশেষ খবর
    পপি

    নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন পপি

    জাকের

    এখনো সুপার ফোরে যাওয়ার আশা আছে, ট্রফি জিততেই এসেছি: জাকের

    উচ্চশিক্ষা

    উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান? জেনে নিন যে ৫টি বিষয় জরুরি

    জয়ী

    জাকসু নির্বাচনেও একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী

    Georgia vs Tennessee

    Georgia vs Tennessee Score, Overtime Highlights, Final Score, Result & Analysis

    Justin Jefferson trending after Charlie Kirk’s death

    Justin Jefferson Trending After Charlie Kirk’s Death as Viral Story Spreads

    5 Things Known About Shooting Suspect Tyler Robinson

    Is Lance Twiggs Tyler Robinson’s ‘Transgender Partner’? Family Speaks Out Amid Rumors

    Charlie Kirk assassination

    Fact Check: Viral Claim That Tyler Robinson Debated Charlie Kirk Before Shooting Is False

    Is Brooks Nader really in a love triangle with Carlos Alcaraz and Jannik Sinner

    Is Brooks Nader Really in a Love Triangle With Carlos Alcaraz and Jannik Sinner?

    Charlie Kirk shooting suspect

    Is a ‘Charlie Kirk Act’ Coming? Trump Hints at Media Accountability Push

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.