বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছর বাজারে আসবে আইফোন ১৭ সিরিজ। গত কয়েক বছরের ধারা অব্যাহত থাকলে সময়টা সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। আইফোন ১৭ সিরিজে বেশ কিছু পরিবর্তন আসছে বলে ইতোমধ্যেই অ্যাপল সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এই সিরিজে বেশ কয়েকটি ‘নতুন’-এর সাথে পরিচিত হতে পারেন আইফোনপ্রেমীরা। এর মধ্যে অন্যতম হচ্ছে আলট্রা-থিন (অতি পাতলা) মডেল আইফোন ১৭ এয়ার।
বিভিন্ন বিশ্বস্ত সূত্র বলছে, আইফোন ১৭ সিরিজে থাকছে না ‘প্লাস’ মডেলটি। তার পরিবর্তে সিরিজটিতে বেজ মডেল, প্রো ও প্রো ম্যাক্সের পাশাপাশি থাকবে ‘এয়ার’ নামের আলট্রা-থিন একটি মডেল। স্বাভাবিকভাবেই আইফোন ১৭ এয়ার মডেলটিকে নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এক্ষেত্রে আগ্রহের কেন্দ্রে আছে মূলত একটি প্রশ্নই- কতটা থিন বা পাতলা হতে যাচ্ছে আইফোনের নতুন সিরিজের ‘এয়ার’ মডেলটি? অ্যাপল-সংশ্লিষ্ট পণ্যের বিশ্বস্ত সূত্র মাজিন বু সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন একটি ছবি প্রকাশ করার মাধ্যমে।
গত মঙ্গলবার (২৫ মার্চ) মাজিন বু তাঁর এক্স (পূর্বের টুইটারে) অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, দুটি ফোন একটি টেবিলের কিনারায় পাশাপাশি রাখা। সমান্তরালভাবে রাখায় ফোন দুটির পুরুত্ব বেশ ভালোভাবেই দৃশ্যমান হচ্ছে ছবিতে।
মাজিন বু ছবির ক্যাপশনে অপেক্ষাকৃত পুরু মডেলটিকে আইফোন ১৭ প্রো এবং পাতলা মডেলটিকে আইফোন ১৭ এয়ার বলে দাবি করেছেন। মডেল দুটির মধ্যে পুরুত্বের পার্থক্য বোঝাতেই ছবিটি শেয়ার করেছেন তিনি। পুরুত্বের দিক থেকে প্রো মডেলটির প্রায় অর্ধেক এয়ার মডেলটি।
ছবিগুলো আইফোনের হলেও এগুলো মূলত ডামি মডেল বা প্রোটোটাইপ। তাই সেপ্টেম্বর নাগাদ বাজারে আসতে আসতে মডেলগুলোতে কিছু পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও, মাজিন বু’র শেয়ার করা ছবি থেকে ভালোভাবেই ধারণা করা যায় যে, আইফোন ১৭ এয়ার মডেলটি অত্যন্ত পাতলা হতে যাচ্ছে এবং ১৭ সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে আলট্রা-থিন ডিজাইনের এই ফোনটি।
এর আগে বিভিন্ন সূত্রে জানা গেছে, আইফোন ১৭ এয়ার ফোনটি ৫.৫ মিলিমিটার পর্যন্ত পাতলা বা পুরু হতে পারে, যেখানে ১৭ প্রো মডেলের পুরুত্ব হতে পারে ৮.৭২৫ মিলিমিটার। অর্থাৎ, আইফোন ১৬ প্রো মডেলের (৮.২৫ মিলিমিটার) তুলনায় ১৭ প্রো মডেলের পুরুত্ব কিছুটা বাড়তে পারে। সেক্ষেত্রে অবশ্য ১৭ প্রো’তে কিছুটা বড় ব্যাটারি প্রত্যাশা করতেই পারেন আইফোনপ্রেমীরা।
নিঃসন্দেহে এযাবতকালের সবচেয়ে পাতলা আইফোন হতে যাচ্ছে আইফোন ১৭ এয়ার। অবশ্য পাতলা ডিজাইনের কারণে ফিচারের দিক থেকে কিছু ছাড় দিতে হতে পারে ব্যবহারকারীদেরকে। এই যেমন, ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে এয়ার মডেলটিতে। তবে সার্বিকভাবে গুরুত্বপূর্ণ সকল ফিচার একই থাকবে। ৬.৬-ইঞ্চির ডিসপ্লে, ক্যামেরা কনট্রোল ও সিঙ্গেল স্পিকার দেখা যেতে পারে এয়ার মডেলটিতে।
তথ্যসূত্র: নাইনটুফাইভম্যাক (৯টু৫ম্যাক)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।