স্প্যাম কল ব্লক করবেন যেভাবে

স্প্যাম-কল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে স্প্যাম কলের জন্য অনেককে ঝামেলা পোহাতে হয়। এসব কলে প্রতারণার শিকারও হন অনেকে। সবারই কমবেশি এই অভিজ্ঞতার আছে।

স্প্যাম-কল

পরিসংখ্যান অনুসারে, আইওএস ব্যবহারকারীদের তুলনায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের বেশি স্প্যাম কলের মুখোমুখি হয়। তবে কয়েকটি উপায় রয়েছে যার সাহায্যে অ্যান্ড্রয়েড ডিভাইসে স্প্যাম কল ব্লক করা যেতে পারে।

অ্যাপের মাধ্যমে ব্লক করা
অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করা যায়। সর্বাধিক ব্যবহৃত উপায়গুলোর মধ্যে এটি একটি। যার সাহায্যে লাখ লাখ মানুষ অ্যাপ্লিকেশন এবং মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ার পরিষেবাগুলো থেকে ব্লক করে স্প্যাম কল থেকে রক্ষা পাচ্ছেন। স্প্যাম কল ব্লক করার জন্য অন্যতম সেরা অ্যাপ্লিকেশন হলো ট্রুকলার। এর সাহায্যে সহজেই স্প্যাম কল ব্লক করা যেতে পারে।

ম্যানুয়ালি ব্লক করা
স্প্যাম কল ম্যানুয়ালি ব্লক করা যায়। কেউ যদি স্প্যাম কল ব্লক করতে কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না চান, তাহলে ম্যানুয়ালি স্প্যাম কল ব্লক করতে পারবেন। এ জন্য প্রথম ধাপে, নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসে যে নম্বর থেকে স্প্যাম কল আসে, সেটিতে ক্লিক করতে হবে। ব্লক করার জন্য অ্যাড টু ব্ল্যাকলিস্ট নামের অপশন ক্লিক করতে হবে। এরপর ওকে সিলেক্ট করলেই ব্লক হয়ে যাবে নম্বরটি।