বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বে প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বাড়ছে। এসব অনলাইন ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে অনেকেই ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অফিস, ব্যবসার কাজও করে থাকে। বিভিন্ন কাজে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করলেও এর মাধ্যমে প্রচুর ভুয়া তথ্য যেমন ছড়িয়ে পরে তেমনি ভুয়া বানোয়াট ছবিও ছড়িয়ে পড়ে। এসব বানোয়াট ছবির কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন রাজনৈতিক ব্যক্তি বা অভিনয় শিল্পীরা। যদিও প্রথমে অনেকেই ভুয়া ছবির বিষয়টি বুঝতে পারে না। এছাড়া অনেকই ভুয়া ছবির পাল্লায় সঠিক ছবি নিয়েও বিভ্রান্তিতে পড়ে।
গ্লোবাল ইনভেস্টিগেশন জার্নালিজম নেটওয়ার্ক এর প্রতিবেদন থেকে জানা গেছে, প্রতিনিয়তেই ভুয়া খবর নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। অনলাইনে কোনো পোস্ট দেখেই তা শেয়ার করার ক্ষেত্রের সতর্ক হচ্ছে মানুষ। কিন্তু কিছু তথ্য বা ছবি থাকে যা এমনভাবে এডিট করে অনলাইনে ছড়িয়ে দেয়া হয়ে তা প্রথম দেখে ছবিটি ভুয়া নাকি অসত্য সেটির বুঝার উপায় থাকে না। যদিও এটি বিষয়বস্তু বা ব্যক্তির বিভিন্ন দিক বিবেচনায় অনেকেই ভুয়া ছবির দিকটি বিবেচনায় আনেন না। তবে ছবি ভুয়া নাকি সত্য সেটি স্মার্টফোনে যাচাইয়ের জন্য কয়েকটি পদ্ধতি আছে।
১- টিনআই
ছবি যাচাইয়ের জন্য টিনআই এমন একটি টুল যেটি বিনা পয়সায় ব্যবহার করা সম্ভব। এটি রিভার্স ইমেজ সার্চ অনেকটা ছবির সার্চ ইঞ্জিনের মত কাজ করে। এখানে কোনো ছবি দিয়ে সার্চ করলে সেটি অনলাইনে আগে কোথায় বা একই ছবির কাছাকাছি কোনো ছবি আছে কিনা সেটি প্রকাশ করবে। এটি ব্যবহার করে আপনি সহজেই জেনে নিতে পারবেন ছবিটি ফটোশপে তৈরি নাকি সত্য।
টিনআই দিয়ে ছবি খুঁজবেন যেভাবে
– যে ছবিটি যাচাই করতে চান তা প্রথমে স্মার্টফোনে ডাউনলোড করুন।
– ফোনের ব্রাউজারে www.tineye.com লিখে, সাইটে প্রবেশ করুন।
– এরপর সাইটে ঢুকে আপলোড ইমেজ অপশন সিলেক্ট করে ছবিটি গ্যালারি থেকে সিলেক্ট করুন।
– এরপর ‘ইয়োর ইমেজ’ ও ‘ইমেজ ম্যাচে’ গিয়ে আপনি যে ছবিটি যাচাই করতে চান তার সঙ্গে মিলিয়ে দেখুন। তখনই বুঝতে পারবেন ছবিটি আসলে সত্য নাকি ভুয়া।
২- গুগল রিভার্স ইমেজ সার্চ
ভুয়া ছবি যাচাইয়ের ক্ষেত্রে গুগল রিভার্স ইমেজ সার্চ খুবই কার্যকরী। এর মাধ্যমে ছবিটি প্রথম কখন ব্যবহার হয়েছে এবং ছবিতে যে ঘটনা দেখা যাচ্ছে তা কোথায় ও কোন সময়ে ঘটেছে সেটি জানা সম্ভব। এছাড়া ছবিটি যে উৎস থেকে এসেছে তা বিশ্বাসযোগ্য কি না সেটিও যাচাই করা সম্ভব।
গুগল রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করবেন যেভাবে
– প্রথমে যে ছবিটি যাচাই করবেন সেটি ফোনে সেইভ বা ডাউনলোড করুন। অথবা শুধু ছবির ওয়েব লিংক কপি করুন।
– ফোনের ব্রাউজারে https://images.google.com লিখে সাইটে প্রবেশ করুন।
– এরপর ব্রাউজারের মেন্যুতে প্রবেশ করুন। এরপর একটু নিচের গিয়ে দেখতে পাবেন “রিকোয়েস্ট ডেস্কটপ সাইট” অপশন। সেটি সিলেক্ট করুন।
– গুগল ক্রোম ব্রাউজারে স্ক্রিনের ওপরে ডান দিকে তিনটি ডটে চাপ দিলেই মেন্যু পাবেন। আইওএসের সাফারি ব্রাউজারে পাবেন স্ক্রিনের নিচের দিকে মাঝ বরাবর। সার্চ বারে গিয়ে ক্যামেরার আইকনে চাপ দিন।
– এরপর আপনার জন্য দুটি উপায় খোলা থাকবে: হয় সার্চ বারে ছবির লিংকটি পেস্ট করা অথবা ফোনের যেই জায়গায় ছবিটি সেইভ করেছেন সেখান থেকে আপলোড করা।
– আপলোড করলে দেখা যাবে কখন ছবিটি ব্যবহার হয়েছে আর সেটি কোথায় তোলা হয়েছে। এভাবে পেছনে যেতে যেতে এক সময় আপনি খুঁজে পাবেন, ছবিটি প্রথম কে ব্যবহার বা আপলোড করেছে এবং এর মালিকানা বা কপিরাইট কার।
৩- ফেইক ইমেজ ডিটেক্টর
এই টুলটি রিভার্স ইমেজ সার্চের জন্য টিনআই বা গুগলের মতোই ভালো। কিন্তু এতে বিশেষ একটি সুবিধা আছে। এই টুল দিয়ে ছবি থেকে তোলা ছবিরও সত্যতা যাচাই করা যায়।
ইমেজ ডিটেক্টর ব্যবহার করবেন যেভাবে
– প্রথমে ক্রোম অথবা ফায়ারফক্স অ্যাপ স্টোর থেকে ফেইক ইমেজ ডিটেক্টর অ্যাপটি ডাউনলোড করুন। পরে তা ইনস্টল করুন।
– অ্যাপটি খুললে দুটি অপশন দেখাবে। যে কোনো একটি বাছাই করুন।
– পরে গ্যালারি থেকে বাছাই অপশনে গেলে ফোনের গ্যালারিতে যে ছবিটি যাচাই করবেন সেটি সিলেক্ট করুন। এরপরই ছবির সঠিক তথ্য আপনার সামনে চলে আসবে।
এছাড়া ফেইক ইমেজ ডিটেক্টর দিয়ে আপনি ছবির এক্সিফ ডেটা এর মানে ছবিটি কখন, কোথায়, কোন ডিভাইসে তোলা, এমনকি ফোনের মালিকের নাম এ জাতীয় তথ্য চেক করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।