বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপের মতো সব ডিজিটাল ডিভাইস দীর্ঘদিন ব্যবহার করতে করতে তাতে ময়লা জমে। বিশেষ করে চার্জিং পোর্টে ময়লা জমে থাকলে অনেক সময় ডিভাইসে চার্জ হয় না। অনেক সময় আবার চার্জ হতে দেরি হয়। তবে বাড়িতেই চার্জিং পোর্ট খুব সহজে পরিষ্কার করতে পারবেন।
আইফোন এবং অ্যান্ড্রয়েড চার্জিং পোর্ট পরিষ্কার রাখার উপায়
আইফোন এবং অ্যান্ড্রয়েড চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো হলো—টুথপিক, কটন বাড, রাবিং অ্যালকোহল (অপশনাল), কম্প্রেসড এয়ারের ক্যান।
চার্জিং পোর্ট পরিষ্কার রাখার উপায়
* কোনো ক্ষতি এড়াতে পরিষ্কার করার আগে ফোন সব সময় বন্ধ করে নিতে হবে।
* কটন বলের একটা অংশ ছিঁড়ে নিতে হবে। তা টুথপিকে জড়িয়ে নিতে হবে। অথবা কটন বাডস সরাসরি ব্যবহার করা যেতে পারে।
* কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়।
* চার্জিং পোর্টে কটন বাডস অথবা টুথপিকের সামনের অংশটা প্রবেশ করাতে হবে। ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। তা যাতে সমস্ত জায়গায় পৌঁছায়, সেদিকে লক্ষ রাখতে হবে।
* অবশিষ্ট কোনো ময়লা দূর করতে শেষ বারের মতো কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার
* ডিভাইস প্রথমে বন্ধ করতে হবে। কিংবা পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে।
* ডিসি পাওয়ার পোর্টের ভিতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো পিন রয়েছে কি না, সেটা নিশ্চিত করতে হবে।
* এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের উপায় মেনে বাকিটা করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
* যত্নসহকারে এই সব ডিভাইস ব্যবহার করতে হবে। বিশেষ করে প্লাগিং এবং আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
* ময়লা যাতে না জমে সে জন্য নিয়মিত পরিষ্কার করা আবশ্যক।
* ধুলো-ময়লা থেকে রক্ষা করার জন্য চার্জিং পোর্টের জন্য প্রোটেক্টিভ কভার ব্যবহার করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।