বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ডাল-ই ৩ আগের চেয়ে নিখুঁতভাবে এআই ছবি তৈরির সুযোগ দেবে। যেমন—মানুষের হাতের আঙুলের সংখ্যা ঠিক রাখতে পারবে। ৩ অক্টোবর থেকে বিং ইমেজ ক্রিয়েটরে যুক্ত হয়েছে ইমেজ জেনারেটর ডাল-ই ৩। ওপেনএআইয়ের তৈরি টেক্সট-টু ইমেজ এআই মডেল ডাল-ই ৩ ফ্রিতেই ব্যবহার করা যাবে।
যেভাবে এআই ছবি তৈরি করা যাবে
প্রথমে ‘ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং’ লিখে সার্চ দিতে হবে বা সরাসরি https://www.bing.com/create—এই ঠিকানায় যেতে হবে। ওয়েবসাইটে ঢুকে জয়েন অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন করার পর প্রম্পট লিখে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করতে হবে। একেকটি ছবির সাধারণত চারটি সংস্করণ পাওয়া যায়।
অর্থাৎ একটি প্রম্পট লিখলে একই বিষয়ে চারটি ছবি পাওয়া যায়। দিনে সর্বোচ্চ ২৫ বার প্রম্পট লিখে ছবি তৈরি করা যাবে।
প্রম্পট লিখতে যা মনে রাখবেনডাল-ই ৩ দিয়ে যেভাবে এআই ছবি বানাবেন
প্রম্পট লেখার সময় কোনো বিখ্যাত ব্যক্তির নাম দেওয়া যাবে না। যেমন—ইলন মাস্ক ভাত আর আলু ভর্তা খাচ্ছেন, এমন প্রম্পট দিলে শুধু খাবারের ছবিই আসবে, ইলন মাস্ককে দেখা যাবে না।
বিষয়বস্তু নির্দিষ্ট করে দিলে ভালো মানের ছবি তৈরি করা যাবে। এ ছাড়া কোন ধাঁচের (রিয়ালিস্টিক, ইলাস্ট্রেশন নাকি অয়েলপেইন্টিং) ছবি তৈরি করতে চান, তা নির্দিষ্ট করে দিতে হবে। অনেক বড় আর জটিল বাক্য না লিখে ছোট বাক্য লিখলে ভালো ফল পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।