লাইফস্টাইল ডেস্ক : অবকাশ যাপনের জন্য বা অফিসিয়াল ট্যুরে অথবা নিজের সঙ্গীকে নিয়ে ঘুরতে গিয়ে অনেকেই হোটেলে অবস্থান করেন। কিন্তু নিরাপত্তার দিক থেকে অনেকেই শঙ্কিত থাকেন, বিশেষ করে গোপন ক্যামেরার সম্ভাবনা নিয়ে। শুধু হোটেল রুমেই নয়, শপিং মলের ট্রায়াল রুম কিংবা ভাড়া করা বাসা-বাড়িতেও গোপন ক্যামেরার ভয় থেকে যায়। এটি ব্যক্তিগত গোপনীয়তার জন্য গুরুতর হুমকি হতে পারে। তবে কিছু কৌশল জানা থাকলে সহজেই বোঝা সম্ভব আপনি নিরাপদ কিনা। মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে গোপন ক্যামেরা শনাক্ত করবেন সে কৌশল উঠে এসেছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।
রিফ্লেকশন: স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে রুমের বিভিন্ন স্থানে ভালো করে দেখুন। গোপন ক্যামেরাগুলো প্রায়ই একটি ছোট লেন্স থাকে, যা আলো প্রতিফলিত করে। এই প্রতিফলন আপনার ফোনের ক্যামেরায় দেখা যেতে পারে।
ইনফ্রারেড সিগন্যাল খুঁজে দেখা: অনেক গোপন ক্যামেরা ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে, যা মানুষের চোখে দেখা যায় না। তবে আপনার ফোনের ক্যামেরা এই ইনফ্রারেড লাইট ধরা করতে পারে। তাই, ফোনের ক্যামেরা দিয়ে চারপাশ দেখুন এবং যেকোনো অস্বাভাবিক লাইট প্যাটার্নের দিকে লক্ষ্য রাখুন।
ক্যামেরা-ডিটেকশন অ্যাপ: এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে। অ্যাপ স্টোর থেকে ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ অ্যাপ নামিয়ে নিন। এবার সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন।
ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান: আপনার ফোনের ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করে দেখুন কোন নতুন ডিভাইস সংযুক্ত হচ্ছে কিনা। যদি কোনও অস্বাভাবিক ডিভাইস আপনার নেটওয়ার্কে দেখা যায়, তাহলে সেটা হতে পারে গোপন ক্যামেরা।
এছাড়া, ক্যামেরা ডিটেকশন ডিভাইসও ব্যবহার করতে পারেন যা গোপন ক্যামেরা শনাক্তে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তবে, সবশেষে, আপনার নিরাপত্তার জন্য আপনি যদি কিছু সন্দেহ করেন, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।