মেসেঞ্জারের ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনবেন যেভাবে

মেসেঞ্জার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মেসেঞ্জারে আদান-প্রদানকৃত পুরানো ফাইল, ছবি কিংবা মেসেজ ডিলেট হওয়ার পরও ফেরত আনার সুযোগ আছে। খুব সহজেই ফেসবুকের সেটিংস থেকে ফেরত আনতে পারেন আপনার ডিলিট করা অনেক পুরানো মেসেজ।

মেসেঞ্জার

বেশ কয়েকটি উপায়ের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং অফিশিয়াল উপায়টি হচ্ছে ফেসবুকের সেটিংসে গিয়ে ‘ডাউনলোড ইওর ইনফরমেশন’ অপশন থেকে নিজের আইডির সঙ্গে জড়িত যে কোনো তথ্য, ফাইল বা মেসেজ পুনরুদ্ধার করবেন।

এর জন্য কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে–

১. আগে নিজের মোবাইলের ফেসবুক অ্যাপ চালু করে ডান পাশের তিন ডট (…) অপশন থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করতে হবে।

২. এরপর সেখানে সেটিংস অপশনে ‘ইওর ফেসবুক ইনফরমেশন’-এর ভেতরে আরেকটি অপশন খুঁজে পাবেন ‘ডাউনলোড ইওর ইনফোরমেশন’ নামে।

৩. পরবর্তী সময়ে সেখানে খুঁজে পাবেন সব অ্যাকটিভিটি যেমন: সেভড আইটেমস, পোস্ট, পেজ, পোল, ইভেন্টসহ অনেক ধরনের অপশন। এ ক্ষেত্রে শুধু মেসেজ অপশনটি সিলেক্ট করে পরবর্তী অপশনে যেতে হবে।

৪. ডেটা রেঞ্জ অপশনে গিয়ে সুবিধামতো তারিখ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সব তথ্যাদির জন্য আবেদন করতে পারেন।

৫. আবেদনের পর সেখানে রিকোয়েস্টেড বা পেন্ডিং অপশনটি দেখতে পাবেন। একটা নির্দিষ্ট সময়সীমার পর মেটা প্রতিষ্ঠান বা ফেসবুক আবেদনটি গ্রহণ করলে মেইলের মাধ্যমে বা অন্য যে কোনো উপায়ে জানানো (নোটিফাই করলে) হবে। এ ক্ষেত্রে আগের সেটিংসের অভ্যন্তরে ডাউনলোড অপশন দেখতে পাবেন এবং সেখান থেকে ফেসবুক পাসওয়ার্ডটি প্রদানের মাধ্যমে একটি জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন।

৬. ফাইলটি ওপেন করে এক্সট্রাক্ট করলেই মোবাইলের ফাইল ম্যানেজারের ভেতরে ডাউনলোড ফাইলের মধ্যে মেসেঞ্জার নামের ফাইলটি পেয়ে যাবেন। ফাইলটি এইচটিএমএল (এক বিশেষ ধরনের ফাইল) আকারে থাকতে পারে। সে ক্ষেত্রে ফাইলটি পুনরায় এক্সট্রাক্ট করলে ডিলিট যাওয়া সব মেসেজ দেখতে পাবেন।