বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ইউটিউব। এই প্ল্যাটফরমে শুধুমাত্র ভিডিও আপলোড করে প্রতি মাসে অনেকেই লাখ লাখ টাকা আয় করছেন। যার পুরোটাই ভিডিওর ভিউর ওপর নির্ভর করে। অনেক কনটেন্ট ক্রিয়েটর বহু কষ্ট করে ভিডিও নির্মাণের পরও আশানুরূপ ভিউ পাচ্ছেন না। এর ফলে পুরো পরিশ্রমটাই বৃথা যাচ্ছে। অনেকে মাসের পর মাস বছরের পর বছর ভিডিও আপলোড করেও সফল হতে না পেরে এক পর্যায়ে ইউটিউব থেকে বিদায় নিচ্ছেন। তবে ইউটিউবে ভিডিও আপলোডের সময় মাত্র ৬টি কাজ যথাযথভাবে করলেই পেতে পারেন কোটি কোটি ভিউ।
আকর্ষণীয় থাম্বনেইল : আপনি যতোই ভালো ভিডিও তৈরি করুন না কেন, যদি ভিডিওর থাম্বনেইলটি আকর্ষণীয় করতে না পারেন, তবে আশানুরূপ ভিউ পাবেন না। কারণ ইউটিউব ব্যবহারকারীরা যখন স্ক্রল করেন তখন ভিডিওর থাম্বনেইলগুলোই সর্বপ্রথম তাদের চোখে পড়ে। এজন্য অবশ্যই থাম্বনেইলের ওপর গুরুত্ব দিতে হবে। এমনভাবে থাম্বনেইল তৈরি করতে হবে যেন সেটা দেখেই ব্যবহারকারীদের চোখ আটকে যায়। তবে অবশ্যই আপনার ভিডিওর বিষয়ের সাথে মিল রেখে থাম্বনেইল দিতে হবে। অপ্রাসঙ্গিক থাম্বনেইল দিলে ইউটিউবের নীতিমালা করা লঙ্ঘন হবে। এর ফলে ভিডিও ডিলেট হওয়া থেকে শুরু করে চ্যানেলও গায়েব হয়ে যেতে পারে।
আকর্ষণীয় টাইটেল : ইউটিউব ভিডিওর থাম্বনেইলের পর যে বিষয়টি ব্যবহারকারীদের চোখে পড়ে সেটি হলো টাইটেল। এজন্য অবশ্যই ভিডিওর মূল বিষয়বস্তুকে আকর্ষণীয়ভাবে টাইটেল হিসেবে তুলে ধরতে হবে। ভিডিওর টাইটেল দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, ব্যবহারকারীরা আপনার ভিডিওটি পেতে কী কী লিখে সার্চ করতে পারে। যেমন ধরুন একজন ব্যবহারকারী ছবির ব্যাগরাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা শিখতে চান। এখন অবশ্যই তিনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ‘হাউ টু রিমুভ ফটো ব্যাগরাউন্ড’ অথবা ‘লার্ন ফটো ব্যাগরাউন্ড রিমুভ’ ইত্যাদি লিখে সার্চ করবে। তাই ভিডিওর টাইটেলটা এমন দিতে যেন ইউটিউব ব্যবহারকারীর সার্চ করলে আপনার ভিডিও চলে আসে।
ডেসক্রিপশন : অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটি বড় ভুল করেন সেটি হলো, ডেসক্রিপশন বক্স খালি রেখে দেন, সেখানে কিছুই লেখেন না। ভিডিওতে বেশি ভিউ পেতে এবং সার্চে র্যাংক করাতে অবশ্যই আপনাকে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিখতে হবে। অনেকেই পরামর্শ দিয়ে থাকেন ৩০০ থেকে ৪০০ শব্দে ডিসক্রিপশন লিখতে হবে। কিন্তু বিষয়টি এমন নয়, আপনি যদি ১০০ শব্দের মধ্যেও সুন্দরভাবে ভিডিওর বিষয়বস্তু তুলে ধরতে পারেন, সেটাই যথেষ্ট। আর ডেসক্রিপশন লেখার সময় ইউটিউব ব্যবহারকারীরা আপনি যেই ভিডিওটি আপলোড করেছন, সেটি খুঁজে পেতে কী কী লিখে সার্চ করতে পারে, সে বিষয়গুলো একটু বুদ্ধি খাটিয়ে তুলে ধরতে হবে।
ট্যাগ ব্যবহার : ইউটিউবে ভিডিও আপলোড করবেন আর ট্যাগ দেবেন না, সেটা একদমই করা যাবে না। কেননা এই ট্যাগের ওপর নির্ভর করেই সার্চ রেজাল্টে ব্যবহারকারীরা আপনার ভিডিওটি পেতে সক্ষম হবে। যেমন ধরুন, আপনি আপনার ভিডিওতে টাইটেল দিয়েছেন ‘ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ বাইক’। এখন এই ধরনের ভিডিও পেতে ব্যবহারকারীরা যে এই বাক্যটি লিখেই সার্চ করবেন তা কিন্তু নয়। কেউ সার্চ করার সময় লিখতে পারেন ‘মোস্ট এক্সপেন্সিভ বাইক’ বা ‘সবচেয়ে দামি বাইক’, ‘এক্সপেন্সিভ মোটরসাইকেল’ ইত্যাদি। তাই আপনাকে ভাবতে হবে ব্যবহারকারীরা ভিডিওটি পেতে কী কী লিখে সার্চ করতে পারে। সেগুলো ট্যাগ হিসেবে যুক্ত করে দিতে হবে। এতে করে ব্যবহারকারী যা লিখে সার্চ করবেন সেটি আপনার ভিডিওর টাইটেলের সঙ্গে না মিললেও ট্যাগের সঙ্গে মিলে গেলে আপনার ভিডিও সার্চ রেজাল্টে চলে আসবে।
অ্যানোটেশন ব্যবহার : অ্যানোটেশন হলো একটি ভিডিও থেকে ব্যবহারকারীকে আরেকটি ভিডিওতে পাঠিয়ে দেওয়ার একটি কার্যকর উপায়। ভিডিওর মাঝে এবং একদম শেষে আপনার অন্য ভিডিওগুলো অ্যানোটেশন করে দেবেন। এতে করে একজন ব্যবহারকারী যখন আপনার একটি ভিডিও দেখতে আসবেন, তখন অন্য ভিডিওগুলো সম্পর্কেও সহজেই জানতে পারবেন এবং ক্লিক করে সেগুলো দেখতে পারবেন। বিশেষ করে আপনার যেই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যাচ্ছে সেগুলোতে অবশ্যই কম ভিউ পাওয়া ভিডিওগুলো অ্যানেটেশন করে দেবেন। এতে করে অন্যান্য ভিডিওগুলোরও ভিউ বাড়তে থাকবে।
সোশ্যাল শেয়ার : ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানোর আরও একটি কার্যকর উপায় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর লিংক শেয়ার করা। আপনি যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে বা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করেন তাহলেও অনেক ভিউ পেতে পারেন। বিশেষ করে ফেসবুকে লক্ষাধিক সদস্যের বিভিন্ন গ্রুপ রয়েছে যেখানে ভিডিওর লিংক শেয়ার করে ভিউ বাড়াতে পারেন। তবে যেসব গ্রুপে লিংক শেয়ার করায় নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে শেয়ার করতে গেলে ব্লক হয়ে যেতে পারেন। গ্রুপে লিংক শেয়ার করার ক্ষেত্রে জেনে-বুঝে, অনুমতি নিয়ে লিংক শেয়ার করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।