গাছে ফুটবে দুর্দান্ত গোলাপ ফুল, রইল সহজ পদ্ধতি

গোলাপ ফুল

লাইফস্টাইল ডেস্ক : গোলাপ এমন একটি ফুল যা প্রত্যেকের কাছেই প্রিয়। কথায় আছে, গোলাপ ভালোবাসার প্রতীক। ভালবাসার মানুষকে লাল গোলাপ দিয়েই পূজা করেন সবাই। তবে গোলাপের একাধিক বর্ণ, কেউ বন্ধুত্ব জাহির করতে হলুদ গোলাপ বন্ধুকে দিচ্ছেন আবার কেউ বাড়িতে শান্তি ফেরাতে সাদা গোলাপের চাষ করছেন। বিয়েতে, প্রেমের প্রস্তাব দিতে গোলাপের জুড়ি মেলা ভার। হ্যাঁ, সব বর্ণেই গোলাপ সুন্দর। অনেকেই বাড়ির বাগানে বা ছাদে গোলাপ গাছ লাগান।

গোলাপ ফুল

কিন্তু সব সময় যত্ন না করার ফলে গোলাপ গাছ ফুল জন্মায় না, বিশেষ করে লাল গোলাপের তুলনায় অন্যান্য বর্ণের গোলাপ চাষ খুবই কঠিন। সহজেই এখানে গোলাপ ফুটতে চায় না। তাই আজকে জানাবো কী ভাবে পেঁয়াজকলির মাধ্যমে হলুদ গোলাপ বাড়িতেই চাষ করতে পারেন।

একেবারেই সহজ এই পদ্ধতিতে চাষ করলে গাছে ফুল উঠবে ভরে ভরে। প্রথমে দুটি হলুদ গোলাপ গাছ থেকে দুটি গোলাপ ছিঁড়ে নিয়ে সেটি থেকে পাপড়িগুলি ছেঁটে ফেলে কুড়ি টা রেখে দিতে হবে।

How to growing yellow roses from flower buds | Propagate roses in a way not everyone knows

এরপর একটি বড় পেঁয়াজকলির ওপরের অংশ কেটে দুটি ভাগ করে তার মধ্যে গোলাপের কুড়ি গুলি দিয়ে দুটি টবের মধ্যে কালো মাটি দিয়ে সেগুলি পুঁতে ভালো করে জল দিয়ে ১৮ দিনের জন্যে রেখে দিতে হবে একদম ছায়া যুক্ত জায়গায়।

কলকাতায় এসে বাংলায় বক্তৃতা করলেন শাহরুখ

১৮ দিন পর সেখান থেকে বের করে আনলে দেখা যাবে দুটি সুন্দর গোলাপ ফুটে রয়েছে। এবার গোলাপ ফুল দুটি মাটি থেকে তুলে শিকড় সহ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবারও দুটি টবের মধ্যে কালো মাটি ভরে সেখানে ফুল দুটি পুঁতে দিলে সেখান থেকেই প্রায় ১ মাস পরে গাছ জন্মাতে শুরু করবে। এবং গোলাপ গাছে ফুল ভরে উঠবে। সুতরাং আর দেরি না করে এখুনি এই পদ্ধতিতে গোলাপ চাষ করুন।