বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বিশেষ প্রয়োজনে পরিচিত কেউ ব্যক্তিগত স্মার্টফোনটি চেয়ে বসতে পারে। তখন কিছু না ভেবে ফোনটি দিয়েও দিতে পারেন। কিন্তু এর পরই শুরু হলো মনের খচখচ ভাব। এমন দু-একটি অ্যাপ সবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে রয়েছে যা অনেকেই চান না অন্য কেউ দেখুক। সরাসরি যে বলবেন এতে সন্দেহ জাগতে পারে। এ ধরনের বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে নিতে পারেন আগাম সতর্কতা। যে অ্যাপগুলো গোপন রাখতে চান সেগুলো অ্যাপ ড্রয়ার থেকে লুকিয়ে রাখার সুবিধা রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনগুলোয়।
অ্যাপ লুকিয়ে রাখার প্রয়োজনীয়তা
আর্থিক লেনদেন বা কর্মস্থলের সঙ্গে জড়িত এমন অনেক অ্যাপ থাকতে পারে যেগুলো অন্যের না দেখাই ভালো। বাড়তি কৌতূহল এড়িয়ে চলতে এর চেয়ে ভালো সমাধান আর কী হতে পারে! সর্বোপরি প্রতিষ্ঠান বা নিজের প্রয়োজনে গোপনীয়তার কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা হিসেবে অ্যাপ লুকিয়ে রাখার প্রয়োজন হতে পারে।
যেভাবে অ্যাপ লুকিয়ে রাখবেন
ব্র্যান্ডভেদে অ্যাপ লুকিয়ে রাখার সেটিংস একেক রকম হতে পারে। তবে সামগ্রিকভাবে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে এ প্রক্রিয়া অনেকটাই এক। হোম স্ক্রিনের খালি জায়গায় কিছুক্ষণ চেপে ধরলে নিচের দিকে সেটিংস অপশন আসবে। অ্যাপ ড্রয়ার খুলে ওপরের দিকে তিনটি ডট থেকেও অপশনটি পাওয়া যাবে। কিছুটা নিচে ‘হাইড অ্যাপস’ অপশন রয়েছে। সেখানে গিয়ে যেসব অ্যাপ লুকিয়ে রাখার প্রয়োজন হবে সেগুলো নির্বাচন করে ‘ডান’ চাপলেই অ্যাপ ড্রয়ার থেকে অ্যাপগুলো চলে যাবে।
অ্যাপ ফিরিয়ে আনার উপায়
একইভাবে ‘হাইড অ্যাপস’ অপশন থেকে যে অ্যাপগুলো ফিরিয়ে আনতে হবে সেগুলোর পাশে টিক চিহ্ন উঠিয়ে ‘ডান’ চাপলেই অ্যাপ ড্রয়ারে অ্যাপগুলো দেখা যাবে। অ্যাপ লুকিয়ে রাখা বা তা আবারো ফিরিয়ে আনার ক্ষেত্রে আরেকটি সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। স্মার্টফোনের প্রধান যে সেটিংস আইকন রয়েছে সেখানে গেলে সার্চ বার পাওয়া যাবে। সেখানে লিখতে হবে ‘হাইড অ্যাপ’। তাহলেই এই অপশন চলে আসবে।
লুকিয়ে রাখতে প্রয়োজন হতে পারে ডিজেবল
কিছু স্মার্টফোনে অ্যাপ লুকিয়ে রাখার সুবিধা নাও থাকতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে গুগল পিক্সেল ৮। এক্ষেত্রে সমাধান অ্যাপ ডিজেবল করা। বলে রাখা ভালো, প্রক্রিয়াটি শুধু আগে থেকেই ইনস্টল অ্যাপগুলোর ক্ষেত্রে কাজ করবে। ডিজেবল করতে কাঙ্ক্ষিত অ্যাপ আইকন কিছু সময় চেপে ধরলে ‘অ্যাপ ইনফো’ পাওয়া যাবে। সেখানে ‘ডিজেবল’ নির্বাচন করতে হবে।
ডিজেবল অ্যাপ ফিরিয়ে আনতে মূল সেটিংস থেকে ‘অ্যাপস’ অপশনে গেলে ডিজেবল করা অ্যাপের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে ‘অ্যানাবল’ করে নিতে হবে।
লঞ্চারের ব্যবহার
যেসব স্মার্টফোনে অ্যাপ লুকিয়ে রাখা যায় না বা সহজ উপায় নেই, সেক্ষেত্রে ‘লঞ্চার’ ব্যবহার করা যেতে পারে। প্লে স্টোর থেকে সুবিধামতো কোনো লঞ্চার অ্যাপ নামিয়ে ইনস্টল করে নিলে অ্যাপ হাইডসহ বাড়তি কিছু সেটিংস পাওয়া যাবে। এর মাধ্যমে অ্যাপ লুকিয়ে রাখার পাশাপাশি হোম স্ক্রিন ও অ্যাপ আইকনে পরিবর্তন আনা সম্ভব।
এক চার্জে ২৬ ঘণ্টা, এআই বৈশিষ্ট্য যুক্ত নতুন ল্যাপটপ আনল এইচপি
অ্যাপ লুকিয়ে রাখার অসুবিধা
প্রয়োজনের সময় অ্যাপ দ্রুত ব্যবহার করা লাগতে পারে। তখন লুকিয়ে রাখা অ্যাপ আবারো সেটিংস থেকে ফিরিয়ে আনতে হয়, যা সময় নষ্ট ও ঝামেলার কারণ। খবর মেক ইউজ অব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।