বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : উইন্ডোজে বিভিন্ন তথ্য আলাদা করে সাজিয়ে রাখার জন্য ফোল্ডার ব্যবহার করা হয়। আর অনেক সময়ই এসব ফোল্ডারে থাকতে পারে ব্যক্তিগত বা স্পর্শকাতর তথ্য।
স্পর্শকাতর তথ্য রয়েছে এমন ফোল্ডার অন্য কেউ দেখুক সেটি কেউই চায় না। ঠিক এ কারণেই কেউ চাইলে ফোল্ডার লুকিয়ে রাখতে পারেন। ফলে, সহজেই কেউ ব্যক্তিগত তথ্য দেখে ফেলতে পারবে না।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে একটি ফোল্ডার লুকাবেন। নিচের পদক্ষেপগুলো উইন্ডোজ ১১-এর জন্য হলেও, উইন্ডোজ ১০-এর ক্ষেত্রেও অনেকটাই একইরকম বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।
১. যে ফোল্ডার লুকাতে চান সেটির ওপরে রাইট ক্লিক করুন এবং ড্রপ ডাউন মেনু থেকে ‘প্রোপার্টিজ’ অপশনে ক্লিক করুন।
২. প্রোপার্টিজ পৃষ্ঠায়, ‘হিডেন’ অপশনের পাশের বাক্সে টিক দিন ও ‘অ্যাপ্লাই’ অপশনে চাপুন।
৩. উইন্ডোজ অনুরোধ করলে, যে ফোল্ডার লুকিয়ে রাখছেন তার ভেতরের অন্য কোনো ফাইলও লুকিয়ে রাখতে চান কিনা সেটি নিশ্চিত করুন। এরপরে ‘ওকে’ অপশনে ক্লিক করুন।
৪. প্রক্রিয়াটি শেষ হওয়ার অপেক্ষা করুন। ফোল্ডারটি এখন আর পিসিতে স্বাভাবিক উপায়ে দেখা যাবে না। এটি উইন্ডোজ অনুসন্ধানেও খুঁজে পাওয়া যাবে না।
তবে, যদি কেউ ‘শো হিডেন ফাইলস’ অপশন সেট করে রাখে তাহলে স্বচ্ছ ভাবে ফোল্ডারটি দেখা যাবে।
৫. কেউ ফোল্ডার বা ফাইলটি আগের জায়াগায় ফিরিয়ে আনার জন্য, একই ধাপ অনুসরণ করুন ও ফোল্ডারের ‘হিডেন’ অপশনের পাশের বাক্সের টিক চিহ্নটি উঠিয়ে ফেলুন।
খুঁজবেন কীভাবে?
লুকানো ফোল্ডারগুলো খুঁজে পাওয়া অসম্ভব কিছু নয়। তবে, এসব ফোল্ডার সার্চ অপশন বা উইন্ডোজ এক্সপ্লোর অপশনে দেখা যাবে না। ফোল্ডারগুলো দেখতে হলে আগে এগুলো ‘দৃশ্যমান’ করে নিতে হবে।
১. প্রথমে উইন্ডোজ এক্সপ্লোরার অথবা অন্য কোনো ফোল্ডার চালু করুন।
২. ওপরের মেনু থেকে ‘ভিউ’ অপশনটি বেছে নিন। এরপর ‘শো’ অপশনে ক্লিক করুন। পরে, ‘হিডেন আইটেমস’ বেছে নিন।
লুকানো ফোল্ডার ও ফাইলগুলো এখন দেখা যাবে, যা অনেকটা ‘স্বচ্ছ ভূত’-এর মতো মনে হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ডিজিটাল ট্রেন্ডস। এগুলো সাধারণ ফোল্ডারের মতোই ব্যবহার করা যাবে।
কেউ ফাইল বা ফোল্ডারে আরও নিতাপত্তা স্তর যোগ করতে চাইলে পাসওয়ার্ড-এর মাধ্যমে তা করতে পারেন। এ ছাড়া, ক্লাউড স্টোরেজ ব্যবহার করেও বিভিন্ন ফাইল সংরক্ষণ করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।