যেভাবে বাড়াবেন অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ

অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ বাড়াতে এবং ফোন ভালো রাখতে রয়েছে সহজ ও কার্যকরী এক উপায়। আর এটি হলো, নিয়মিত অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশে ক্লিয়ার করা। অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশে ক্লিয়ার করলে ফোনের পারফরম্যান্স আগের থেকে ভালো হবে। পাশাপাশি ফোনের জায়গাও অনেকটা খালি হবে। ঘনঘন যদি ফোন ক্র্যাশ করে, লোডিং টাইম যদি হুট করেই বেড়ে যায়, ক্যাশে ক্লিয়ার করে নিলে এই সবকিছুই ঠিক হয়ে যায়।

অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ

কেন নিয়মিত ক্যাশে ক্লিয়ার রাখবেন
ক্যাশে হলো একটি সাময়িক স্টোরেজ স্পেস যা অ্যাপগুলো ব্যবহার করে ডেটা স্টোর করার জন্য। নিয়মিত ক্যাশে ক্লিয়ার করলে ফোনের র‍্যাম অনেকটা খালি হতে পারে। ফোনের র‍্যামই মূলত সমস্ত অ্যাপগুলোকে চালায়। র‌্যাম যদি ভরা থাকে, তাহলে ফোনের সামগ্রিক পারফরম্যান্স প্রভাবিত হতে পারে। কোনো অ্যাপ যদি আপনার ফোনে সমস্যা করে কিংবা ক্র্যাশ করে, তাহলেও ফোনের ক্যাশে ক্লিয়ার করলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যদি ফোনে জায়গা কম থাকে অর্থাৎ স্টোরেজ স্পেস যদি কম থাকে, তাহলেও ক্যাশে ক্লিয়ার করে নিয়ে ফোনে অনেকটাই খালি জায়গা পেয়ে যেতে পারেন।

যেভাবে ক্যাশে ক্লিয়ার করবেন
ফোন ভেদে ক্যাশে ক্লিয়ার করার ধরন অন্যরকম হয়। তাই কীভাবে ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন, তা নির্ভর করে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিস্ঠানের ওপর। তাছাড়া সফটওয়্যার ভার্সনের ওপরেও নির্ভর করে ফোনের ক্যাশে ক্লিয়ারের পদ্ধতি। তবে সাধারণত যে উপায়ে বেশিরভাগ ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন, তা জানা যাক।

অবশেষে কমলো ডলারের দাম

আপনার ফোনের সেটিংস অপশনে যান।
স্ক্রল ডাউন করুন এবং অ্যাপসে প্রবেশ করুন।
যে অ্যাপের ক্যাশে ক্লিয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।
অ্যাপটিতে ঢুকে স্টোরেজ ক্লিক করতে হবে।
সব শেষে ফোনের ক্লিয়ার ক্যাশে করুন।