বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সেলফোন, ট্যাবসহ বিভিন্ন ডিভাইস ব্যবহারে ওয়াই-ফাইয়ের প্রয়োজন হয়। রাউটারের মাধ্যমে এ নেটওয়ার্ক সেটআপ করা হয়। দীর্ঘদিন ব্যবহারের পর হঠাৎ কখনো ওয়াইফাইয়ের গতি কমে যায়। ইন্টারনেট প্রোভাইডারের সঙ্গে কথা বলেও আগের গতি পাওয়া যায় না। এ সমস্যা হরহামেশাই হচ্ছে। এর সঙ্গে রাউটারের সমস্যা, নেটওয়ার্ক হ্যাক হয়ে যাওয়ার মতো বিষয় জড়িত। মেক ইউজ অব সূত্রে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে।
রাউটার ও ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক হয়েছে কিনা তা বোঝার জন্য বেশকিছু উপায় রয়েছে।
ওয়াইফাই রাউটার বা সেলফোনে হটস্পট যেটাই হোক না কেন নেটওয়ার্কে কয়টি ডিভাইস যুক্ত রয়েছে সেটি আগে নির্ধারণ করতে হবে। এটিকে ঝামেলার মনে হলেও বাস্তবে সম্পূর্ণ ভিন্ন। এ পদ্ধতিতে যে কেউ সহজেই ওয়াইফাই রাউটার বা সেলফোনের নেটওয়ার্কের যুক্ত ডিভাইস বিচ্ছিন্ন করে দিতে পারবে। এজন্য প্রথমেই ওয়াইফাই রাউটারে লগইন করতে হবে। যেকোনো কোম্পানির রাউটার ব্যবহার করলেও সবগুলোরই আলাদা অ্যাডমিন প্যানেল লগইন থাকে। লগইন করার জন্য ইউজারনেম ও পাসওয়ার্ড প্রয়োজন হয়। সেগুলো ব্যবহার করে লগইন করতে হবে।
লিংক বা হোম পেজে প্রবেশের পর কানেক্টেড ডিভাইস সেকশনে কতগুলো ডিভাইস যুক্ত রয়েছে বা চলছে সেটি দেখা যাবে। রাউটারের সেটিংসে প্রবেশের জন্য আলাদা আইপি ঠিকানা ব্যবহার করতে হয়।
ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কোন ডিভাইসগুলো যুক্ত সেটি দেখার পর অপরিচিত বা নিজের নয় এমন ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। বর্তমান সময়ে রাউটারে নিরাপত্তার জন্য বা সংযোগ পাওয়ার সুবিধা নিয়ন্ত্রণে বিভিন্ন ফিচার রয়েছে। সেগুলো সম্পর্কে জেনে নিলে অযাচিত এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।