আপনাকে ট্র্যাক করা হচ্ছে কি’না বুঝবেন যেভাবে

Traking

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লক্ষ্য করবেন, আপনার ফোন আচমকা স্লো হয়ে গেছে। চালানোর ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তখন সন্দেহ করতে পারেন। অপ্রত্যাশিত পরিবর্তন কোনোভাবেই ভালো নয়। এভাবে অবশ্য নিশ্চিত হওয়া যায় না। তাই আপনি বিভিন্ন কোড ডায়াল করতে পারেন। যেমন : *#৬১# লিখে ডায়াল করলে ইনকামিং কলগুলো অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড করা হয় কি না তা জানাবে। একইভাবে *#৬২# ডায়াল করে আপনি দেখতে পারবেন, কোনো ডাইভারশন সফটওয়্যার বিভিন্ন কল এবং টেক্সটকে আপনার কাছে পৌঁছাতে বাধা দেয় কিনা। এভাবে কিছুটা হলেও আপনি ট্র্যাকিং সম্পর্কে সচেতন হতে পারছেন। খুব সহজ পন্থাগুলো। শুধু আপনাকে বুঝতে হবে কিছু বিষয়। যেমন-

Traking

ফ্লাইট মোড চালু এবং জিপিএস লোকেশন সেটিংস বন্ধ করা : ফোনের অ্যারোপ্লেন মোড ফিচারটি চালু করলে তা সেলুলার এবং ওয়াই-ফাই নেটওয়ার্কগুলোর সেই সংযোগগুলোকে বাধা দেয়,। এভাবে ট্র্যাকিং করা কঠিন হয়ে যায়। শুরুতে ফ্লাইট মোড অন করুন। তারপর আপনার ফোনের জিপিএস বা লোকেশন ফিচারটির অবস্থা পরীক্ষা করুন ফ্লাইট মোড চালু করার পর প্রায়শ লোকেশন সেটিংস স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তবে এটি বন্ধ হয়েছে কি না তা পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো। কিন্তু এই ফিচারগুলো বন্ধ করলে আপনি কল বা মোবাইল ডেটার জন্য আপনার ফোন ব্যবহার করতে পারবেন না। তবে ট্র্যাকিং বন্ধ করার জন্য এটি একটি দ্রুত উপায়। কিন্তু দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এটি আদর্শ নয়।

অপারেটিং সিস্টেম সেটিংসের দিকে মনোযোগ দিন : যারা অ্যাপভিত্তিক ট্র্যাকিং সম্পর্কে অনেক বেশি উদ্বিগ্ন। তারা অপারেটিং সিস্টেম বা ওএস-ভিত্তিক সেটিংস থেকে এটিকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারেন। অ্যাপলের আইওএস-এর সাম্প্রতিক সংস্করণগুলো সব ধরনের অ্যাপ কিংবা পৃথক অ্যাপের ক্ষেত্রে ট্র্যাকিং বন্ধ করার সুযোগ দিয়ে থাকে। গুগলও সম্প্রতি অ্যান্ড্রুয়েডের জন্য প্রাইভেসি স্যান্ডবক্স নামে অনুরূপ একটি ফিচারের ঘোষণা করেছে। এটি থার্ড পার্টির কাছে ব্যক্তিগত ডেটা স্থানান্তর সীমিত করে আনে। এ ছাড়া এটি সব অ্যাপে ট্র্যাকিং কার্যক্রম চলার অনুমতি দেয় না।

ব্রাউজারে গোপনীয়তা বজায় রাখা : ওয়েব ব্রাউজার হিসেবে বেশির ভাগ মানুষ গুগল ক্রোমকে তাদের পছন্দের শীর্ষে রাখে। তবে অনেকে বুঝতে পারে না যে এটি ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপ ট্র্যাক করে থাকে। কিন্তু আপনি চাইলে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে গুগলের ট্র্যাকিং ফিচারগুলো বন্ধ করতে পারবেন।