অ্যান্ড্রয়েড ফোনে সিম লক করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে নানা মাধ্যমে জালিয়াতির শিকার হচ্ছেন অনেকে। যার মধ্যে অন্যতম সিম কার্ড প্রতারণা। সাইবার প্রতারকেরা চুরি বা হারিয়ে যাওয়া সিম অন্য ফোনে লাগিয়ে তাতে আসা ওটিপি চুরি করে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে ব্যবহারকারীকে। সিম কার্ড লক করে রাখলে এর অপব্যবহার রুখতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে সিম লক করার উপায় জানা থাকলে সহজে সাইবার প্রতারণা থেকে সুরক্ষা পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েডে সিম লক করার উপায়
* প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যান।
* এরপর সার্চ করুন সিম কার্ড লক অথবা সরাসরি অপশনে ট্যাপ করুন।
* অনেক ফোনে এই অপশনটি পাসওয়ার্ড ও সিকিউরিটি সেটিংস ট্যাবেও থাকতে পারে।
* স্যামসাং ব্যবহারকারীরা বায়োমেট্রিক্স ও সিকিউরিটি সেকশনে পাবেন এই অপশন।
* এরপর সিম কার্ড লকে ট্যাপ করুন।
* এখানে যে সিমটি লক করতে চান সেটি বাছাই করতে হবে।
* এবার সিম কার্ড লক করার জন্য একটি পিন দিতে হবে।
* সিম কার্ড লক হয়ে গেলে ফোন যখনই রিস্টার্ট বা শাট-ডাউন করে চালু করবেন তখন এই পিন দিতে হবে।
* অপশনটি সেটিংসে গিয়ে পুনরায় বন্ধও করতে পারবেন।

সিম কার্ড লক করার সুবিধা
টেলিকম সংস্থাগুলোর মতে, লক প্রক্রিয়া সিম কার্ডে বাড়তি নিরাপত্তা যোগ করে। আপনার সিম কার্ডের অপব্যবহার রুখতেও সাহায্য করে। যেহেতু সিম কার্ডের পিন শুধু আপনি জানেন তাই সেটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ, টাইমস অব ইন্ডিয়া