লাইফস্টাইল ডেস্ক : গরমের দিনে সুতির পোশাক ছাড়া অন্য কিছু যেন ভাবাই যায় না। ঢিলেঢালা, হালকা আরামদায়ক সুতির পোশাক ত্বক ভালো রাখে, আর শারীরিক অস্বস্তিও কম হয়। তবে সুতির জামাকাপড়ের কিন্তু যথাযথ যত্নের প্রয়োজন। না হলে পোশাক রুক্ষ হয়ে যাবে। এমনকি রঙও চটে যেতে পারে। কীভাবে নেবেন সুতির পোশাকের যতœ? রইল তারই কিছু টিপস।
গরম পানিতে সুতির পোশাক ধোবেন না। সুতির কাপড় কখনোই গরম পানিতে ভিজিয়ে রেখে কাচবেন না। এতে রঙ চটে যেতে পারে। ঠান্ডা পানি দিয়েই সুতির পোশাক কাচুন। আর লিকুইড সাবানে সুতির পোশাক কাচতে পারলে সবচেয়ে ভালো। সুতির পোশাক সব সময় উল্টো করে সাবান পানিতে ধোয়া ভালো। এতে দীর্ঘদিন টিকে থাকবে জামাকাপড়ের রঙ।
সুতির পোশাক প্রথমবার ধোয়ার সময় তা থেকে অনেকটা রঙ বেরিয়ে যায়। তাই প্রথমবার কাপড় ধোয়ার আগে লবণপানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সাবান পানিতে কাচুন। এতে কাপড়ের রঙ টিকে থাকবে। ওয়াশিং মেশিনে সুতির কাপড় কাচলে সাবানের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। এতে কাপড়ের রঙ চটবে না, আর পোশাকের উজ্জ্বলতাও বজায় থাকবে।
তবে সুতির জামাকাপড় মেশিনে ধোয়ার চেয়ে ঠান্ডা পানিতে হাত দিয়ে ধোয়াই সবচেয়ে ভালো। কাপড় মেশিনে শুকাবেন না। মেশিন ড্রায়ারগুলো সুতির জামাকাপড় আরও রুক্ষ করে তুলতে পারে এবং রঙ চটাতে পারে। তাই প্রাকৃতিক হাওয়ায় পোশাক শুকানো সবচেয়ে ভালো। এতে দীর্ঘদিন কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে। ছায়ায় পোশাক শুকাতে দিন। সুতির জামাকাপড় চড়া রোদে শুকাতে না দেওয়াই ভালো। এতে পোশাকের রঙ ফ্যাকাশে হয়ে যেতে পারে। তাই ছায়া আছে এমন জায়গায় কাপড় মেলে দিন। সুতির কাপড় খুব বেশি ধোয়ারও দরকার নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।