লাইফস্টাইল ডেস্ক : যান্ত্রিক জীবনে ব্যস্ততার ভিড়ে সুযোগ পেলে অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েন। গন্তব্য দূরে বা কাছে যেখানেই হোক, ভ্রমণের আগে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যাগ গোছানো। কিন্তু অধিকাংশ ভ্রমণকারীই ভ্রমণের সময় ব্যাগে মাত্রাতিরিক্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েন, যার অর্ধেকও তাঁরা ব্যবহার করেন না!
ভ্রমণকালে অপ্রয়োজনীয় জিনিসপত্র বহন করা যেমন কষ্টসাধ্য, তেমনি এতে ভ্রমণটাও বিরক্তিকর হয়ে ওঠে। সপ্তাহখানেক ভ্রমণের ক্ষেত্রে স্মার্ট প্যাকিংয়ের জন্য ৫-৪-৩-২-১ পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন।
কে প্রথম এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন, সেটি জানা যায় নি। তবে জেনেভা ভ্যান্ডারজাইল নামক এক ব্লগার এ নিয়ে একটি পোস্ট দেওয়ার পর তা তুমুল জনপ্রিয় হয়ে উঠে। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে এখন এ পদ্ধতি নিয়ে প্রচুর টিপস এবং ভিডিও মিলবে। চলুন জেনে নেওয়া যাক ব্যাগ গোছানোর ৫-৪-৩-২-১ পদ্ধতি সম্পর্কে।
৫টি জামা
পুরো ভ্রমণের জন্য বাছাই করে ৫টি জামা নিতে হবে। এই ৫ ধরনের মধ্যে বৈচিত্র থাকতে হবে। দিনের ঘোরাঘুরি, রাতের ডিনার, সমুদ্রসৈকতে উৎসব প্রভৃতির জামা থাকবে এই পাঁচটির মধ্যেই। থাকতে পারে একটি লং বা মিডি ড্রেস, দুইটি টপস, একটি কামিজ, এবং একটি কো-অর্ড। ছেলেদের ক্ষেত্রেও থাকতে পারে শার্ট, টিশার্ট, পাঞ্জাবি।
৪ জোড়া প্যান্ট
ভ্রমণের জন্য নিতে পারেন ৪ জোড়া প্যান্ট, স্কার্ট বা ট্রাউজার। খেয়াল রাখবেন তা যেন ঢিলেঢালা হয় এবং স্টাইলের পাশাপাশি আরামও দেয়। ওয়াইড লেগ প্যান্ট বা ফ্লেয়ার প্যান্ট এখন তুমুল জনপ্রিয়। থাকতে পারে মম জিন্স আর পেনসিল স্কার্টও।
৩ জোড়া জুতা
তৃতীয় ধাপে থাকবে জুতা। ভ্রমণে অতিরিক্ত জুতা সঙ্গে নিয়ে যাওয়া সব সময়ই বুদ্ধিমানের কাজ, তবে জুতা জোড়া বাছাইয়ে খেয়াল রাখতে হবে তা যেন কোনোভাবেই ব্যাগকে অতিরিক্ত ভারি করে না তোলে। বাইরে পরে ঘুরে বেড়ানোর জন্য এক জোড়া স্নিকারস, এক জোড়া প্লাস্টিকের স্যান্ডেল বা হাওয়াই চপ্পল, এবং এক জোড়া হিল জুতা নিতে পারেন।
একা একা বেড়াতে গেলে যেসব বিষয় মাথায় রাখবেনএকা একা বেড়াতে গেলে যেসব বিষয় মাথায় রাখবেন
২টি আনুষঙ্গিক জিনিস
বেড়াতে গেলে বেল্ট, ঘড়ি, টুপি, সানগ্লাসের মতো অনুষঙ্গের দরকার পড়ে। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে এমন দুইটি বেছে নিন, যেগুলো ছাড়া বেড়াতে গেলে আপনার সমস্যা হবে।
১টি জরুরি জিনিস
এই ধাপে তালিকায় রাখুন একেবারেই প্রয়োজনীয় ১টি জিনিস। যেমন আপনার যদি সমুদ্রে সাঁতার বা স্নোরকেলিংয়ের পরিকল্পনা থাকে, তাহলে সাঁতারের পোশাক নিতে হবে। আবার যদি প্রচণ্ড গরমে ঘুরে কোনো ঐতিহাসিক স্থান দেখার ইচ্ছা থাকে, তাহলে বাসা থেকেই ব্যাগে ভরে ছাতা নিতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।