যেভাবে চিনবেন ভুয়া অ‍্যাপ

app

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভুয়া অ্যাপের মাধ্যমে স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি অনেক সময় অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। তাই অ্যাপ ডাউনলোডের বিষয়ে সতর্ক থাকতে হবে। অ্যাপটি আসল নাকি ভুয়া তা যাচাই করে ডাউনলোড করতে হবে।

app

ভুয়া অ্যাপ চেনার উপায়

* গুগল প্লে স্টোরে অ্যাপটির বিষয়ে সব কিছু পড়ে ও জেনে নিন। অ্যাপ রিভিউ এবং রেটিং পড়ুন। যেকোনো বৈধ অ্যাপে সাধারণত ভালো রিভিউ এবং বেশি রেটিং থাকে।

* ডাউনলোডের সংখ্যা দেখেও অ্যাপটি সম্পর্কে বুঝতে পারবেন। যদি একটি অ্যাপ বেশি ডাউনলোড করা হয়ে থাকে, তবে তা ভুয়া হওয়ার সম্ভাবনা কম।

* যখন একটি অ্যাপ ইনস্টল করেন, তখন এটি আপনার ডিভাইসে কিছু ফিচার অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট অনুমতি চাইবে। যদি কোনো ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস চায়, সেক্ষেত্রে সতর্ক হতে হবে।

* অ্যাপটির অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোরের বাইরে ওয়েব ভার্সন আছে কি না তা দেখে নিন।

​দুর্ঘটনা এড়াতে এসির ব্যবহার করবেন যেভাবে

* কিছু জনপ্রিয় অ্যাপের নকল বা ক্লোন ভার্সন থাকতে পারে। তাই ডাউনলোড করার আগে দেখে নিন, আপনি অফিশিয়াল ডেভেলপার থেকে অ্যাপটি ডাউনলোড করছেন কি না।

* গুগল প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করুন। অজানা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন না।