ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো ধরে রাখার জন্য অনেকেই ফোনে অথবা ক্যামেরায় ছবি তুলে রাখেন। মাঝেমধ্যে এই ছবিগুলো ভুলক্রমে ডিলিট হয়ে যেতে পারে। ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার কিছু উপায় রয়েছে। এ উপায়গুলো নিয়েই আজকের আয়োজন-

গুগল ফটোজ থেকে ছবি ফিরে পাওয়ার উপায়

গুগল ফটোজ অ্যাপে অটো ব্যাক আপ এনাবল করা থাকলে সহজেই ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব। এ জন্য কিছু উপায় অবলম্বন করতে হবে।

১. অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ফটোজ ইনস্টল করুন।

২. ডিলিট হওয়া ছবিগুলো সিলেক্ট করুন।

৩. এবার ডান দিকে থ্রি-ডট মেনুতে ক্লিক করে ‘সেভ টু ডিভাইস’ অপশন সিলেক্ট করুন।

মাইক্রোসফট ওয়ানড্রাইভ থেকে ছবি ফিরে পাওয়ার উপায়

অনেকেই মাইক্রোসফট ওয়ানড্রাইভে ফোনে অথবা ক্যামেরায় তোলা ছবি রাখেন। এখানে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার কিছু উপায় রয়েছে।

১. প্রথমে মাইক্রোসফট ওয়ানড্রাইভ ওপেন করুন।

২. এবার নিচের মেনুতে গিয়ে ‘ফটোজ’ সিলেক্ট করুন।

৩. যে ছবিগুলো রি-স্টোর করতে চান, সেগুলো সিলেক্ট করুন।

৪. থ্রি-ডট মেনুতে ক্লিক করে ‘সেভ টু ডিভাইস’ অপশন সিলেক্ট করুন।

ড্রপবক্স থেকে ছবি ফিরে পাওয়ার উপায়

অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ড্রপবক্সে ছবি রাখেন। এখানকার ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার কিছু উপায় রয়েছে। সে উপায়গুলো হলো-

১. অ্যান্ড্রয়েড থেকে ড্রপবক্স ওপেন করুন।

২. এবার ক্যামেরা ফোল্ডার ওপেন করুন।

৩. যে ছবিগুলো রি-স্টোর করতে চান, সেগুলো সিলেক্ট করুন।

৪. তারপর থ্রি-ডট মেনুতে ক্লিক করে ‘সেভ টু ডিভাইস’ অপশন সিলেক্ট করুন।

এসডি কার্ড থেকে ছবি ফিরে পাওয়ার উপায়

অনেক ব্যবহারকারী স্মার্টফোনে ছবি তোলার সময় এসডি কার্ডে সেভ করেন। এখান থেকে কোনো ছবি ডিলিট হয়ে গেলে সেটি আবার ফিরিয়ে আনা সম্ভব।

১. ডিস্ক ড্রিল অ্যাপ ডাউনলোড করুন।

২. কম্পিউটারের সঙ্গে এসডি কার্ড যুক্ত করুন।

৩. এবার ডিস্ক ড্রিল ওপেন করে কার্ডটি স্ক্যান করুন।

৪. এবার প্রিভিউ ফিচার ব্যবহার করে যে ছবিগুলো রি-স্টোর করতে চান, সেগুলো সিলেক্ট করুন।

৫. ছবিগুলো সিলেক্ট করার পর এবার রিকোভারি বাটন ক্লিক করুন।

ইন্টারনাল স্টোরেজ থেকে ছবি ফিরে পাওয়ার উপায়

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সেটিংস পরিবর্তন না করলে ডিলিট হওয়া ছবি ইন্টারনাল স্টোরেজে থাকে। তাই অনিচ্ছাকৃত কারণে কোনো ছবি ডিলিট হয়ে গেলে সেটি ইন্টারনাল স্টোরেজ থেকে ফিরে পাওয়া সম্ভব।

ম্যাক ওএস-এক্সে ছবি ফিরে পাওয়ার উপায়

ম্যাক অপারেটিং সিস্টেম এক্সে কোনো ছবি ডিলিট হয়ে গেলে সেটি ফিরে পাওয়ার কিছু উপায় রয়েছে। এ উপায়গুলো হলো-

১. ম্যাক ওএস-এক্সে ডিস্ক ড্রিল ডাউনলোড করুন।

২. এবার অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে যুক্ত করুন।

৩. ইউএসবি ডিবাগিং এনাবল করে দিন।

৪. এবার ম্যাকে ডিস্ক ড্রিল ওপেন করে অ্যান্ড্রয়েডের পাশে থাকা রিকোভার বাটন সিলেক্ট করুন।

৫. তারপর ডিলিট হওয়া ছবি সিলেক্ট করুন এবং রিকোভার অপশন ক্লিক করুন।

উইন্ডোজ পিসি থেকে ছবি ফিরে পাওয়ার উপায়

উইন্ডোজ পিসি থেকে ভুলবশত অনেকেই ছবি ডিলিট করে ফেলেন। এখান থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার কিছু উপায় রয়েছে। এ উপায়গুলো হলো-

১. dr.Fone-এর ওয়েবসাইট খুলে উইন্ডোজ ভার্সন ডাউনলোড করে ইনস্টল করুন।

২. এবার উইন্ডোজ পিসিতে dr.Fone ওপেন করুন।

৩. রিকোভার অ্যান্ড্রয়েড ডেটা সিলেক্ট করুন।

৪. গ্যালারি সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন।

৫. স্ক্যান শেষ হওয়ার পর যে ছবিগুলো পেতে চান, সেগুলো সিলেক্ট করুন এবং ‘রি-স্টোর টু ডিভাইস’ অথবা ‘রি-স্টোর টু কম্পিউটার’ সিলেক্ট করুন।

অ্যান্ড্রয়েড থেকে ছবি ফিরে পাওয়ার উপায়

অ্যান্ড্রয়েড ফোনে অনেকেই ছবি ডিলিট করে ফেলেন। পরে ছবিটি ফিরে পাওয়ার জন্য কিছু উপায় অবলম্বন করতে হয়। এ উপায়গুলো হলো-

১. গুগল প্লে-স্টোর থেকে ডিস্ক ডিগার অ্যাপ ইনস্টল করুন।

২. এবার যেকোনো পদ্ধতিতে স্ক্যান করুন।

৩. স্ক্যান শেষ হলে যে ছবিগুলো রিকোভার করতে চান, সেগুলো সিলেক্ট করুন।

৪. এবার ‘রিকোভার’ বাটন সিলেক্ট করুন।

ছবি সুরক্ষিত রাখার উপায়

প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রায়ই বলেন, অ্যান্ড্রয়েডে ছবি সুরক্ষিত রাখার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত ব্যাক-আপ নেওয়া। তাছাড়া বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্ম, মেমোরি কার্ড বা হার্ডড্রাইভে ছবি সেভ করে রাখা যেতে পারে।