লাইফস্টাইল ডেস্ক : প্রকৃতিতে এসেছে বর্ষাকাল। এই সময়ে প্রায়ই বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালানো অনেকটাই ঝুঁকির। তাই নিরাপদে বাইক চালাতে কিছু কৌশল অবলম্বন করতে হবে। জানুন বৃষ্টিতে নিরাপদে মোটরসাইকেল চালানোর উপায়।
বর্ষাকালে ভেজা রাস্তায় বাইক চালানোর সময় নানা সমস্যার মুখে পড়তে হয় বাইক চালকদের। যা থেকে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায়। তাই আগে থেকে বাইক কিংবা স্কুটারে কয়েকটি বিষয় খেয়াল রাখলে চিন্তামুক্ত হয়ে রাইড করতে পারবেন।
সার্ভিসিং
বর্ষাকাল আসার আগে মোটরসাইকেল কিংবা স্কুটারের সার্ভিসিং করে নেওয়ার পরামর্শ দেন অনেকেই। কারণ বাইকের যন্ত্রপাতি ঠিক থাকলে ভেজা রাস্তাতেও মসৃণ রাইডিং করা যায়। আর সার্ভিসিং করার সময় বেশ কিছু পার্টসে অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত। যার মধ্যে অন্যতম পুরনো টায়ার।
পুরনো টায়ার
বাইক বা স্কুটারের টায়ার যদি জীর্ণ হয়ে যায় বা বয়স বাড়ার ফলে কার্যকারীতা কমে যায় তাহলে সেটি তৎক্ষণাৎ পরিবর্তন করে নেওয়া উচিত। বৃষ্টির সময় চাকায় পেরেক বা নুড়ি পাথর লাগার ফলে পাংচার হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া চাকা স্কিড খাওয়ারও সম্ভাবনা থাকে। তাই বর্ষাকালের আগে বাইক বা স্কুটারের টায়ার পুরনো থাকলে তা দ্রুত বদলে নিন।
ইন্ডিকেটর
বৃষ্টি হোক বা নাই হোক বাইকের ইন্ডিকেটর সবসময় ত্রুটিহীন থাকা উচিত। রাস্তায় ভালো দৃশ্যমান্যতার জন্য এই ইন্ডিকেটরগুলোর কাজ করা প্রয়োজন। যদিও কোনো ভাবে ইন্ডিকেটর ভেঙে যায় বা বাল্ব ফিউজ হয়ে থাকে তাহলে দ্রুত সেটি বদল করে নিতে হবে।
হেডল্যাম্প ও টেইলল্যাম্প
বাইক বা স্কুটারের দৃশ্যমান্যতা বাড়ায় হেডলাইট এবং টেইলল্যাম্প। যদি এর মধ্যে একটিও খারাপ হয়ে যায় তাহলে মহাবিপদ। ঝড়ো বৃষ্টির সময় রাস্তায় গাড়ি বাইক ঠিক ভাবে চোখে পড়ে না। কিন্তু হেডল্যাম্প ও টেইলল্যাম্প যদি জ্বালা থাকে তাহলে দুর্ঘটনার হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। বর্ষাকাল শুরু হওয়ার আগে তাই হেডল্যাম্প ও টেইলল্যাম্প ঠিক করে নেওয়া দরকার।
ব্রেক ও হেলমেট
ভেজা রাস্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রেকিং ডিউটি। আর তাই যদি ভাঙাচোরা থাকে তাহলে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। ব্রেক খুব শক্ত থাকলে রাস্তায় চাকা স্কিড খেতে পারে। আবার ব্রেক ঢিলে হয়ে গেলে সময়মতো বাইক থামানো যায় না। সুতরাং মোটরসাইকেল বা স্কুটারের ব্রেক যদি খারাপ থাকে তাহলে তা অবশ্যই মেকানিককে দেখিয়ে ঠিক করে নিন।
উপরোক্ত বিষয়গুলোর মতোই আরও একটি জরুরি জিনিস হেলমেট। কারণ দুর্ঘটনার সময় আপনার মাথা রক্ষা করে হেলমেট। তাই বর্ষাকালে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার আগে সার্টিফায়েডত হেলমেট পরা উচিত এবং নিশ্চিত করতে হবে সেই হেলমেটের স্ট্র্যাপ যেন লক থাকে এবং হেলমেটটি আপনার মাথায় ভালো ভাবে ফিট হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।