বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে এসেছে এক দারুণ মজার ফিচার। যেখানে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে স্টেটাস শেয়ার করতে পারবেন এর ব্যবহারকারীরা। আর এখানে অন্য প্ল্যাটফর্ম হলো ফেসবুক। নিয়মিত ছবি ও ভিডিও স্ট্যাটাসে আপলোড করার অভ্যাস রয়েছে হোয়াটসঅ্যাপ ইউজারদের। এবার থেকে সেই স্ট্যাটাস সরাসরি ফেসবুকেও আপলোড হবে।
ইতিমধ্যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মধ্যে এই সুবিধা রয়েছে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নতুন কী করতে হবে আসুন জেনে নেয়া যাক। তবে এটা করার জন্য আগে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে লিংক করতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক লিংক করার পদ্ধতি
এর জন্য প্রথমেই স্ট্যাটাস সেকশনে যেতে হবে। সেখানে ফেসবুক অ্যাকাউন্ট যোগ করার একটি সেকশন থাকবে। তাতে ক্লিক করে ‘Get Started’ অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট চলে আসবে স্ক্রিনে। সেখানে ‘Agree’ বাটনে ক্লিক করতে হবে। ওই অ্যাকাউন্ট যদি আপনার না হয় তাহলে ‘Have a Different account’ অপশনে ক্লিক করতে হবে। এভাবে হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্ট লিংক করতে পারবেন। চাইলে আপনি ফিচারটি অফও রাখতে পারবেন।
আইফোনে এই সুবিধা পেতে যা করবেন
এর জন্য আইফোনে হোয়াটসঅ্যাপ খুলে সেখানে ‘Updates’ ট্যাবে ক্লিক করতে হবে। এবার My Status অপশনে ক্লিক করতে হবে। স্ট্যাটাস দেয়ার সময় একটি আই আইকন থাকবে। ‘More’ অপশনে ট্যাব করুন এবং ‘Share to Facebook’ অপশনে ক্লিক করুন। তারপর ‘Share now’-এ ট্যাব করলেই হোয়াটসঅ্যাপ স্টেটাস চলে যাবে ফেসবুকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।