হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুক স্টোরিতে শেয়ার করবেন যেভাবে

Whatsapp

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুক, ইনষ্টাগ্রামের পাশাপাশি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারটিও ব্যবহার করতে দেখা যায় অনেকেই। সম্প্রতি সময় বেশকিছু নতুন সংযোগ হয়েছে এই ফিচারটিতে। এর আগে যুক্ত হয়েছিলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করার অপশন। তবে এখন এসব স্ট্যাটাস ফেসবুকের স্টোরি হিসেবে শেয়ার করার সুযোগ রয়েছে। যারা উভয় প্ল্যাটফর্মে সক্রিয় এবং একই ধরনের ছবি ও ভিডিও শেয়ার করে তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয় ফিচার।

Whatsapp

ফেসবুক স্টোরির মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা ভিডিও, ছবি, লিংক বা টেক্সট ২৪ ঘণ্টার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস খুবই সহজে ফেসবুক স্টোরিতে শেয়ার করা যায়। ইনস্টাগ্রামে এমন ফিচার অনেক দিন থেকেই রয়েছে। যে কোনো স্টোরি পোস্ট করার সময় বা পরেও সেটি ফেসবুকের স্টোরিতে শেয়ার করা যায়। গত বছর এই সুবিধা মেটার মালিকানাধীন আরেক প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেও যুক্ত করা হয়।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সরাসরি ফেসবুক স্টোরিতে শেয়ার করার জন্য প্রথমেই দুই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট লিংক করতে হবে।

হোয়াটসঅ্যাপ ফেসবুকের সঙ্গে লিংক করবেন যেভাবে

১. হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. এরপর নিচের দিকে থাকা ‘আপডেটস’ ট্যাবে ট্যাপ করুন।

৩. ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি ছোট মেনু চালু হবে।

৪. মেনু থেকে ‘স্ট্যাটাস প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।

৫. নতুন পেজ চালু হলে ‘ফেসবুক’ অপশনে ট্যাপ করুন।

৬. ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ লিংক করার জন্য স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক স্টোরিতে শেয়ার করবেন যেভাবে

১. পছন্দমতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করুন।

২. এরপর ‘Who can see my status update option’–এ ট্যাপ করুন।

৩. এখন ‘Always share to facebook story’ অপশনে ট্যাপ করুন। এর ফলে যেসব স্ট্যাটাস তৈরি করবেন, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের স্টোরিতে শেয়ার হয়ে যাবে।

৪. আর শুধু নির্দিষ্ট স্ট্যাটাস ফেসবুক স্টোরিতে শেয়ার করতে চাইলে স্ট্যাটাস তৈরি করে ‘ফেসবুক’ অপশনটি নির্বাচন করুন।
বন্ধু তালিকায় থাকা কারা স্টোরি দেখতে পারবে তা ফেসবুকে নিয়ন্ত্রণ করা যায়। তবে ফেসবুকের স্টোরিতে শেয়ার করা স্ট্যাটাসটি কয়জন দেখেছে তা হোয়াটসঅ্যাপ দেখাবে না। এটি ফেসবুক অ্যাপ থেকেই দেখা যাবে।

ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার বন্ধ করবেন যেভাবে

ব্যক্তিগত কারণে ফেসবুক স্টোরিতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করা বন্ধ করতে চাইতে পারেন অনেকেই। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. এরপর নিচের দিকে থাকা ‘আপডেটস’ ট্যাবে ট্যাপ করুন।

৩. ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি ছোট মেনু চালু হবে।

৪. মেনু থেকে ‘স্ট্যাটাস প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।

৫. নতুন পেজ চালু হলে ‘ফেসবুক’ অপশনে ট্যাপ করুন।

৬. এরপর ‘Disable status sharing on Faebook’ অপশনে ট্যাপ করুন।

৭. আবার ‘Disable’ অপশনে ট্যাপ করে কনফার্ম করুন।

এর ফলে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আর ফেসবুক স্টোরিতে শেয়ার হবে না।