বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মেটার জনপ্রিয় দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে রয়েছে অসংখ্য ব্যবহারকারী। এই দুই মাধ্যম ব্যবহার করে আপনি কী দেখছেন, কোন কোন জিনিস লাইক করছেন, কী-কী বিষয়ে বেশি আগ্রহ প্রকাশ করছেন– এসবে নজরদারি করে কিছু প্রতিষ্ঠান। অজান্তেই আপনার অ্যাক্টিভিটির খবর চলে যায় এসব প্রতিষ্ঠানের কাছে। এরপর কার্যকলাপ অনুসারে দেখানো হয় বিজ্ঞাপন। ফেসবুক ও ইনস্টাগ্রাম সেটিংসের মাধ্যমে সহজেই এ ধরনের ট্র্যাকিং থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। এজন্য ‘অ্যাক্টিভিটি অফ মেটা’ নামক একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
এই ফিচার যেভাবে সাহায্য করবে
ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো দুই প্ল্যাটফর্ম আপনার কাছ থেকে যে তথ্য সংগ্রহ করছে, তার একটা নিয়ন্ত্রণ আপনি নিজেই নিতে পারেন। আপনার ব্যক্তিগত তথ্যের কতটা প্ল্যাটফর্ম দুটিকে ট্র্যাক করতে দেবেন, সে বিষয় এই ফিচারের সাহায্যে ঠিক করতে পারবেন। অ্যাক্টিভিটি অফ মেটা প্রযুক্তি কাজে লাগিয়ে কীভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামকে আপনার কার্যকলাপ ট্র্যাক করা থেকে বিরত রাখবেন, সেই পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক।
* প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। এরপর প্রোফাইল পিকে প্রেস করুন।
* ওপরের ডানদিকে কোণায় থ্রি ডট দেখতে পাবেন, সেখানে ট্যাপ করুন।
পুরোপুরি লুকিয়ে রাখা যাবে হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাটপুরোপুরি লুকিয়ে রাখা যাবে হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাট
* এরপর প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনে চলে যান।
*এবার অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করুন। সেখান থেকে অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস অপশনে চলে যান।
* এরপর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি অন করুন। এবার ইনস্টাগ্রাম আর আপনাকে ট্র্যাক করতে সক্ষম হবে না।
ফেসবুকে আপনার কার্যকলাপ ট্র্যাক করা বন্ধ করবেন যেভাবে
* প্রথমে ফেসবুক প্রোফাইলে যান। এরপর ওপরের ডানদিকে কোণে দেওয়া থ্রি ডিটসে ক্লিক করুন।
* প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনের সেটিংসে ট্যাপ করুন।
* এরপর নিচের দিকে ইয়োর ইনফরমেশনে যান। সেখান থেকে অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে চলে যান।
প্রোফাইলে একাধিক ছবি যুক্তের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপপ্রোফাইলে একাধিক ছবি যুক্তের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
* ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। এরপর ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে প্রবেশ করুন।
* সবশেষে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি সিলেক্ট করুন।
তথ্যসূত্র: ম্যাশেবল ডট কম, মেক ইউজ অব ডট কম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।