বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখনকার বেশিরভাগ টিভিই স্মার্ট। এসব টিভি দিয়ে ইউটিউব দেখা থেকে শুরু করে ফোনের প্রায় সব কাজই করা যায়। কেননা, এগুলো চলে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে।
তাই এসব টিভিতে যেমন অ্যাপ সাপোর্ট থাকে, তেমনই আবার ওয়াই-ফাই, ব্লুটুথের মতো অনেক সার্ভিসও অফার করে টিভিগুলো। তবে, এই স্মার্টটিভিগুলোর একটাই সমস্যা, সেটা হচ্ছে-এগুলোতে বিজ্ঞাপন দেখানো হয়, যা মানুষের জন্য সত্যিই সমস্যার।
স্মার্টফোনের মতোই ঠিক একই ভাবে টার্গেট করে টিভিতেও বিজ্ঞাপন দেখানো হয় দর্শকদের, যা এক-এক সময় খুবই বিরক্তিকর। তবে আশাব্যঞ্জক দিকটি হল, বিজ্ঞাপনগুলো স্মার্টটিভি থেকে ব্লকও করা যায়। তবে আলাদা করে স্মার্টটিভিতে বিজ্ঞাপন ব্লক করার কিছু যেমন সুবিধা রয়েছে, তেমনই আবার কিছু সমস্যাও আছে।
বিজ্ঞাপন কীভাবে ব্লক করা যায়, তার পদ্ধতিগুলো জানার আগে এটা জেনে রাখা দরকার যে, বাজারে গুচ্ছের অ্যাড ব্লকার অ্যাপ রয়েছে। কিন্তু সেগুলো ব্যবহার করা একেবারেই ভালো নয়। অ্যাড ব্লকার অ্যাপসগুলো ব্যবহার করলেই যে আপনি বিজ্ঞাপন ছাড়া স্মার্টটিভিতে বিভিন্ন শো দেখতে পাবেন, এমনটা নয়।
তাহলে উপায়? অ্যাড ব্লক করার সবথেকে ভালো উপায় হল সেগুলোকে রুট থেকেই ব্লক করা। সেটা করতে গেলে আপনাকে রাউটার সেটিংস খুলতে হবে। সেখানে গিয়ে ব্লক ডোমেইনস অ্যান্ড ওয়েবসাইট অপশনে ক্লিক করতে হবে। তবে বিভিন্ন স্মার্টটিভির ক্ষেত্রে এই অপশন বিভিন্ন হতে পারে। তাই, যে সব ডোমেইনগুলো বিজ্ঞাপন দেখায় তাদের শনাক্ত করার চেষ্টা করুন।
এই প্রক্রিয়া যে শুধুই টিভির বিজ্ঞাপন ব্লক করবে এমনটা নয়। সেই সঙ্গেই আবার স্মার্টফোনে দেখানো অ্যাডও ব্লক করতে পারেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মে আগত অ্যাডগুলো এই প্রক্রিয়ায় ব্লক করা যাবে না।
দর্শকদের পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখানোর জন্য স্মার্টটিভিগুলো ব্যবহারকারীর ডেটার উপরে নির্ভরশীল। এই অ্যাডগুলো বিভিন্ন ফরম্যাটে ডেলিভার করা হয়, যার মধ্যে পপআপ, ভিডিও অ্যাড, এমনকি ব্যানারও রয়েছে। রুট থেকেই এই অ্যাডগুলোকে ব্লক করলে টিভিতে কিছু দেখার সময় দর্শকদের বিরক্তির পরিমাণ অনেকটাই কম হবে। সবথেকে বড় কথা, আপনি যখন টিভিতে কিছু সার্চ করেন, তখন এই সমাধান আপনার জন্য সবথেকে সুবিধার হবে।
অ্যাড ব্লক করার আর একটি সুবিধা হল, এর দ্বারা আপনার ডেটা কনজাম্পশনের পরিমাণ অনেকটাই কম হবে। কারণ, একটা বিজ্ঞাপন অনেক সময় ভারী সাইজের হতে পারে, তা যেমন অতিরিক্ত ব্যান্ডউইধ খরচ করে, তেমনই আবার ডেটাও প্রচুর খরচ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।