স্মার্টফোনে ক্ষতিকর অ্যাপস রয়েছে কি’না বুঝবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে প্রায় সবার হাতে স্মার্টফোন। কাজের প্রয়োজনে স্মার্টফোনে অনেক সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার করা হয়। তবে কিছু সফটওয়্যার ফোনের ক্ষতি করে। যার ফলে দেখা যায় ফোন অনেক সময় ঠিকভাবে কাজ করছে না। এমনকি অপরিচিত অ্যাপস ডাউনলোড হয়েছে। এগুলো ম্যালওয়্যারের লক্ষণ। সহজ ভাষায় বলতে গেলে ম্যালওয়্যার হলো ক্ষতিকারক সফটওয়্যার যা ডিভাইসের ক্ষতি করে। এমনকি অনেক সময় ব্যবহারকারীর তথ্য চুরি হয়ে যায় এর মাধ্যমে। তাই নতুন সফটওয়্যার নামালে ফোনের দিকে লক্ষ রাখুন। কিছু লক্ষণ থেকে বুঝতে পারবেন ফোনে ক্ষতিকর সফটওয়্যার রয়েছে। প্রযুক্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট পিসিম্যাগ স্মার্টফোন ম্যালওয়্যারের কয়েকটি স্পষ্ট লক্ষণ তুলে ধরা হয়েছে।

পপ-আপ বিজ্ঞাপন: আপনি যদি হঠাৎ করে একটি নির্দিষ্ট অ্যাপে প্রচুর বিজ্ঞাপন দেখতে পান, অথবা কোনো অ্যাপ ওপেন না করলেও বিজ্ঞাপন দেখতে পান তাহলে সাবধান আপনার ফোনে ম্যালওয়্যার দ্বারা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। ম্যালওয়্যার বা ক্ষতিকারক অ্যাপ্লিকেশনগুলো প্রায়ই বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়, যাকে বলা হয় ‘অ্যাডওয়ার’। বিজ্ঞাপনগুলো অপ্রত্যাশিতভাবে প্রদর্শিত হতে পারে এবং এগুলো ক্লিক করলে আরো ক্ষতিকারক সফটওয়্যার ডাউনলোড হতে পারে। একই সঙ্গে বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করতে পার। বিটডিফেন্ডার সম্প্রতি গুগল প্লে স্টোরে ৬০ হাজারটি অ্যাপস পেয়েছে যেগুলো মূলত অ্যাডওয়ার। তাই সফটওয়্যার নামানোর আগে সচেতন থাকুন।

দ্রুত ফোনের চার্জ চলে যায়: স্মার্টফোনের ফোন ব্যবহার না করা অবস্থায়ও যদি চার্জ দ্রুত শেষ হয়, তাহলে এটি ম্যালওয়্যারের লক্ষণ। কারণ ম্যালওয়্যার প্রায়ই ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে চলে ও ব্যাটারির শক্তি খরচ করে। তাই ফোনের সব অ্যাপ বন্ধ থাকার পরও যদি লক্ষ করেন, ডিভাইসটির ব্যাটারি পার্সেন্টেজ অস্বাভাবিকভাবে কমছে তাহলে সতর্ক হওয়া প্রয়োজন।

ফোন গরম হয়ে যাওয়া: একটানা ফোন ব্যবহার করলে গরম হয়ে যায় সেটা স্বাভাবিক। তবে ফোনে কাজ করার কয়েক মিনিটের মধ্যেই যদি ফোন গরম হয় তাহলে সাবধান। অনেক সময় দেখা যায় ফোনে চার্চে দিলে অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে বুঝতে হবে কোনো ক্ষতিকর সফটওয়্যার বা অ্যাপস ফোনে রয়েছে। ফোন যখন অতিরিক্ত গরম হয়ে যাবে তখন সেটা চার্চ থেকে খুলে দিতে হবে।

ফোন স্লো হয়ে যাওয়া: সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোন স্লো বা ধীর গতিতে কাজ করে। এমনকি দেখা যায় নতুন ফোনেও এই সমস্যা হচ্ছে। যখন ফোন অস্বাভাবিক ভাবে স্লো হয়ে যাবে এবং ঠিক ভাবে কাজ করা যাবে তখন বুঝতে হবে ম্যালওয়্যারের কারণে এমন হচ্ছে।

আপনার ফোনে ম্যালওয়্যারের লক্ষণগুলো দেখা দিলে সময় নষ্ট না করে ক্ষতিকর অ্যাপস আনইন্সটল করতে হবে। এছাড়াও ডিভাইসের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়ানোর দিকে মনোযোগ দিন। এছাড়াও ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে ম্যালওয়্যার সরানো ও ডিভাইস স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। তবে মনে রাখতে হবে ফ্যাক্টরি রিসেট দিলে ফোনের সব তথ্য চলে যাবে। তাই গুরুত্বপূর্ণ ফাইল অন্য ডিভাইসে ব্যাকআপ হিসেবে রাখুন।