বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অধিকাংশ স্মার্টফোনই চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে, আর এতে আছে উন্মুক্ত ইকোসিস্টেম। এর ফলে এতে অসংখ্য থার্ড-পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি মেলে। আর, এর ফলে ফোনে ম্যালওয়্যার প্রবেশ সহজ হয়ে ওঠে। ম্যালওয়্যার কী এবং নিজের ফোনে ম্যালওয়্যার আছে কিনা সেটি বোঝার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক।
ম্যালওয়্যার কী?
ম্যালওয়্যার হল এমন সফটওয়্যার যা ইচ্ছাকৃতভাবে কোনও ডিভাইসের ক্ষতি করতে, ব্যাঘাত ঘটাতে বা অননুমোদিত অ্যাক্সেস পাওয়ার জন্য নকশা করা হয়। এটি ব্যবহারকারীর তথ্য চুরি করতে, বিভিন্ন কাজের ওপর নজর রাখতে, বিজ্ঞাপনের মাধ্যমে ফোনে তথ্য স্প্যাম করর জন্যও ব্যবহার করা হতে পারে।
ম্যালওয়্যার সাধারণত সংক্রামিত অ্যাপ, ওয়েবসাইট, এমনকি ইমেইলে আসা অ্যাটাচমেন্ট ফাইল থেকে ডিভাইসে আসে। ম্যালওয়্যার আর ভাইরাস একইরকম মনে হলেও পার্থক্য আছে। সহজ ভাষায়, সব ভাইরাসই ম্যালওয়্যার, কিন্তু সব ম্যালওয়্যার ভাইরাস নয়।
ফোনে ম্যালওয়্যার আছে কিনা বোঝার উপায়
ফোনে ম্যালওয়্যার আক্রমণ হওয়ার কিছু সাধারণ আলামত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো।
ক্রমাগত চার্জ ফুরিয়ে যাওয়া
কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই যদি ফোনের ব্যাটারির আয়ু উল্লেখযোগ্যভাবে কমে যায়, তাহলে এর অর্থ হতে পারে ফোন সারাক্ষণ কোনো কাজ করছে। এই কোনো কাজটি হতে পারে ম্যালওয়্যার সংশ্লিষ্ট। এসব সফটওয়্যার প্রায়ই ফোনের ব্যকগ্রাউন্ডে কিছু অ্যাপ চালায় যা অনেক চার্জ খরচ করে। ফোন ব্যবহার না করলেও এ প্রক্রিয়া চলতে থাকে, ফলে অস্বাভাবিক হারে ব্যাটারি কমে যায়।
ধীর গতির পারফরমেন্স
অস্বাভাবিকভাবে ধীরগতির বা প্রযুক্তি জগতের কথ্য ভাষায় বার বার ‘হ্যাং’ হতে থাকা ফোনটিও ম্যালওয়ারের লক্ষণ হতে পারে। সাধারণত অনেক পুরনো ফোন চালালে এমন হলেও, ম্যালওয়্যারও এর অন্যতম বড় কারণ। ভালোমানের একটি ফোনের কর্মক্ষমতা হঠাৎ করেই এমন কমে গেলে আসল কারণ খুঁজতে আরও খতিয়ে দেখা উচিত।
অতিরিক্ত গরম হওয়া
অনেক বেশি ব্যবহারে ফোন গরম হওয়া স্বাভাবিক। তবে, ক্রমাগতভাবে অতিরিক্ত গরম হওয়া, বিশেষ ফোন তেমন ব্যবহার না করলেও গরম হওয়া ম্যালওয়্যারের কাজের সংকেত হতে পারে। ক্ষতিকারণ এসব সফটওয়্যার ফোনের ব্যকগ্রাউন্ডে চলাকালীন প্রসেসরে চাপ ফেলে। এ কারণে ফোন ব্যবহার না হলেও অনেক সময় অতিরিক্ত গরম হয়।
অনাকাঙ্ক্ষিত অ্যাপ
হঠাৎ করেই ফোনে নতুন নতুন অ্যাপ চোখে পড়ছে, যা নিজে ইনস্টল করেননি? এটি খারাপ লক্ষণ। অনেক সময়ই অবৈধ অ্যাপ ও অ্যাপস্টোরের মাধ্যমে ডিভাইসে প্রবেশ করতে পারে ম্যালওয়ার। অননুমোদিত সাইট থেকে কোনো অ্যাপ ডাউনলোড করলে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই অনাকাঙ্ক্ষিত অ্যাপ ইনস্টল হয়ে যেতে পারে। আর এতে ক্ষতি হবে ডিভাইসেরই। অ্যাপ বা অ্যাপ স্টোর ছাড়াও, অন্যান্য অননুমোদিত ডাউনলোড সাইড থেকে এসব ম্যালওয়্যার ফোনে প্রবেশ করতে পারে।
অতিরিক্ত ডেটা ব্যবহার
ফোন ব্যবহারে তেমন পরিবর্তন না এলেও প্রচুর মোবাইল ডেটা খরচ হচ্ছে? এটি ম্যালওয়্যারের কাজ হতে পারে। ব্যবহারকারীর অজান্তেই এটি ডেটা স্থানান্তর করতে বা ব্যাকগ্রাউন্ডে আরও ম্যালওয়্যার ডাউনলোড করতে মোবাইল ডেটা ব্যবহার করতে পারে। এসব কাজই মোবাইল ডেটার ব্যবহার ও ফোনের বিল উভইয় বাড়িয়ে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।