বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তথ্য-প্রযুক্তির বিকাশের যুগে হ্যাকিং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য যখন তখন হ্যাক হতে পারে স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট। তবে নিরাপত্তাব্যবস্থার কারণে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মেটা মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। তবুও ব্যবহারকারীদের নানাভাবে ধোঁকা দিয়ে অ্যাপটি হ্যাক করছে হ্যাকাররা।
হোয়াটসঅ্যাপ প্ল্যাটফরম অ্যান্ড টু অ্যান্ড অ্যাকক্রিপটেড হওয়ায় ব্যবহারকারীর বার্তা, ফাইল এবং কল সবই সুরক্ষিত থাকে। তা ছাড়া হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ চাইলেও ব্যবহারকারীর মেসেজ পড়তে পারবে না।
এতসব নিরাপত্তা ব্যবস্থার পরও হ্যাক হয়ে যেতে পারে আপনার হোয়াটঅ্যাপ অ্যাকাউন্টটি। হ্যাকাররা কৌশলে ওটিপি বাগিয়ে নিয়ে বা বিশেষ কোনো কৌশলে হ্যাক করতে পারে হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে যেভাবে বুঝবেন
১) হ্যাকাররা আপনার আইডিটি নিয়ন্ত্রণে নিলে আপনার আইডি থেকে অন্য কাউকে মেসেজ পাঠাতে পারে।
২) একাধিক ডিভাইসে আইডি লগইন করে একাধিক ব্যক্তি আইডিটি চালাতে পারে।
৩) হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটো বা নাম পরিবর্তন হতে পারে।
৪) অপরিচিত নম্বর থেকে কল আসতে বা যেতে পারে।
হোয়াটসঅ্যাপ হ্যাক করে হ্যাকাররা আর্থিক প্রতরণাসহ নানা অপকর্ম করতে পারে। তাই সুরক্ষিত থাকতে ওটিপি কখনও কাউকে শেয়ার করা যাবে না। পাশাপাশি অ্যাকাউন্টের অধিক নিরাপত্তার স্বার্থে হোয়াটসঅ্যাপ টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন প্রক্রিয়া চালু করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।